পটুয়াখালীতে কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব

- আপডেটের সময় : ০৮:৩৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
- / ৬০১
পটুয়াখালী সংবাদদাতাঃ পটুয়াখালীর গলাচিপায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. বাহাদুর হাওলাদার (২৯) কে গ্রেফতার করেছে র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী।
শুক্রবার (২৮ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়। আসামি বাহাদুর হাওলাদার গলাচিপা উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম আবুল হাওলাদার।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ও নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাহাদুর হাওলাদারকে গ্রেফতারে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় দায়েরকৃত একটি ধর্ষণ মামলার পলাতক আসামি ছিলেন।
ঘটনার বিস্তারিত অনুযায়ী, গত ১৭ জুন রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে ভিকটিম মোসাঃ আফিয়া (১৩) প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হলে ওঁৎ পেতে থাকা আসামি বাহাদুর হাওলাদার তাকে বিবাহের প্রলোভন দেখিয়ে একটি টেইলার্সের দোকানে নিয়ে যায়। সেখানে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামি পালিয়ে যায়। পরে ১৮ জুন গলাচিপা থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়, যার নম্বর ১৯/২০২৫।
গ্রেফতারকৃত বাহাদুর হাওলাদারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।