কুয়াকাটায় প্লাস্টিক দূষণ রোধে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা

- আপডেটের সময় : ০১:৩৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / ৬৩৫
নিজস্ব প্রতিবেদকঃ “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) সকাল ১১টায় নয়াপাড়া পরিবেশ ক্লাবের সহযোগিতায় সাসটেইনেবল মাইক্রএন্টারপ্রাইজ রিসিলিয়েন্ট ট্রান্সফর্মেশন (SMRT) প্রকল্পের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে কুয়াকাটা পৌর ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান মহাসড়ক প্রদক্ষিণ করে কুয়াকাটা সমুদ্র সৈকতে গিয়ে শেষ হয়। পরে সৈকতের বিভিন্ন স্থানে প্লাস্টিক বোতল ও অন্যান্য বর্জ্য পরিষ্কার করে সচেতনতা কার্যক্রম চালান অংশগ্রহণকারীরা।
পরবর্তীতে কুয়াকাটা পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন টুরিস্ট পুলিশের পরিদর্শক নাজমুল হাসান, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, নয়াপাড়া পরিবেশ ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলামিন বেপারীসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও পরিবেশ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ‘প্লাস্টিক দূষণ শুধু জীববৈচিত্র্য ধ্বংস করে না, মানবস্বাস্থ্য এবং পরিবেশের ওপরও ভয়াবহ প্রভাব ফেলে। এ থেকে মুক্ত থাকতে হলে আমাদের সচেতনতা ও দায়িত্বশীলতা বাড়াতে হবে।’
তাঁরা আরও বলেন, ‘পরিবেশ রক্ষায় বেশি করে বৃক্ষরোপণ, প্লাস্টিক ব্যবহার হ্রাস এবং পুনর্ব্যবহারযোগ্য সামগ্রীর ব্যবহার নিশ্চিত করতে হবে। সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণেই গড়ে তোলা সম্ভব একটি সবুজ ও বাসযোগ্য নতুন বাংলাদেশ।’
আয়োজকরা ধ্রুববাণীকে জানান, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণকে পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করা সম্ভব। তাদের প্রত্যাশা, সকলের সম্মিলিত প্রচেষ্টায় কুয়াকাটা একদিন পরিচ্ছন্ন ও সবুজ একটি পর্যটন শহরে রূপান্তরিত হবে।