নবিকে নিয়ে বাজে মন্তব্য করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড : ধর্ম উপদেষ্টা

- আপডেটের সময় : ১০:৪৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
- / ৬৮২
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটায় অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা বিশিষ্ট আলেমেদ্বীন ও শিক্ষাবিদ আল্লামা ড. আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, ‘যে কোনো ধর্মের ব্যাপারে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন এটার সত্যতা রয়েছে তাকে আইনের আওতায় এনে গ্রেফতার দেখাবেন। যদি একেবারে ভিডিও ফুটেজ বা বিভিন্ন তথ্যসহ সত্যতা পাওয়া যায় তাহলে তার তিন বছরের সাজা হবে।’
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে কুয়াকাটা জামিয়া মুহিউসসুন্নাহ মাদ্রাসা মিলনায়তনে ফি-সাবিলিল্লাহ ফাউন্ডেশনের উদ্যেগে রাখাইন, হিন্দু, খৃস্টান ও বিশেষ সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি হাবিবুর রহমান মিসবাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের নবি হযরত মুহাম্মদ (স.)-কে নিয়ে কেউ যদি কথার ছলে ফেসবুক-ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কোনো বাজে মন্তব্য বা গুজব ছড়ায় তার একেবারে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে। এমন একটি ঘোষণা বাংলাদেশ হাইকোর্টের বিচারক রায় দিয়েছে যার কপি আমার কাছে রয়েছে।’
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘পাঁচ আগষ্টের পর কিছু দুর্বৃত্তরা বিভিন্ন জায়গায় লুট, হামলা ও ভাংচুর করছে। আমরা দায়িত্ব নেওয়ার পর ৯২ জনকে গ্রেফতার করেছি এবং ৭০ টার অধিক মামলা হয়েছে। সে মামলার পরিপ্রেক্ষিতে সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও রাখাইনদের ঐকের বিকল্প নেই।’
ফি-সাবিলিল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি হাবিবুর রহমান মিসবাহ বলেন, ‘ফি-সাবিলিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার শতাধিক গরিব ও অসহায় মুসলিম, হিন্দু ও রাখাইনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আমাদের অভিভাবক বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসাইন উপস্থিত থেকে সকলের মাঝে উপহার তুলে দেন।’
শীতবস্ত্র পেয়ে উচ্ছ্বসিত এলাকার সাধারণ মানুষ। এসময় তারা ফি-সাবিলিল্লাহ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি সংশ্লিষ্টদের জন্য দোয়া-প্রার্থণা করেছেন।