কুয়াকাটা সমুদ্র সৈকতে ফের ভেসে এলো মৃত ডলফিন (ভিডিও)

- আপডেটের সময় : ০৬:০৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
- / ৬৪৩
বার্তা ডেস্কঃ বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও একটি ছয় ফুট দৈর্ঘ্যের মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে।
সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন সানসেট পয়েন্ট এলাকায় ডলফিনটি দেখতে পান ডলফিন কমিটির সদস্যরা। পরে টিম লিডারকে খবর দেওয়া হয় ।
ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার ধ্রুববাণীকে বলেন, ‘দুই দিনে কুয়াকাটা সৈকতে তিনটি মৃত শুশুক ও ইরাবতী ডলফিন ভেসে আসলো। এগুলো আমাদেরকে আসলে ভালো বার্তা দিচ্ছে না। এটা নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন।’
ওর্য়াল্ডফিশ বাংলাদেশের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, কুয়াকাটা সৈকতে বুধবার (৮ সেপ্টেম্বর) যে ডলফিন দুটি ভেসে এসেছিলো সেগুলোর কলিজা, জিহ্বাসহ বেশকিছু স্যাম্পল সংগ্রহ করে মাটি চাপা দেয়া হয়েছে। এখন যে ডলফিনটি এসেছে সেটির বিষয়ে বনবিভাগ ও মৎস্য বিভাগের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘আমরা বনবিভাগের সঙ্গে কথা বলে ডলফিনটির কিছু নমুনা সংগ্রহ করে পরবর্তীতে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করবো।’
এর আগে বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টায় ও দুপুর ১টায় কুয়াকাটা সমুদ্র সৈকতে শুশুক প্রজাতির ছয় ফুট ও চার ফুট লম্বা দুটি ডলফিন ভেসে আসে।
https://youtu.be/pwtKLixntY4