মহিপুরে বিট পুলিশিং কার্যক্রম বেগবানে সচেতনতামূলক সভা

- আপডেটের সময় : ১২:৪৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
- / ৬০২
নিজস্ব প্রতিবেদকঃ “জনতাই পুলিশ, পুলিশই জনতা” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর মহিপুরে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত বিট পুলিশিং কার্যক্রম বেগবান করতে আলোচনা ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকাল ১০টায় মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের আলীপুর মধ্য বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতানের সভাপতিত্বে ও থানা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি সাগর সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অনিমেষ।
বিশেষ অতিথি ছিলেন এসআই শেখ ফিরোজ আলম, এএসআই ইউনুস, প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার, থানা বিএনপির দপ্তর সম্পাদক কাওসার মনির, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান মিলন।
এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী রেদোয়ান হাওলাদার, থানা ছাত্রদলের সদস্য সচিব রেজাউল ইসলাম রেজাসহ বাজারের শতাধিক ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ‘সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজের অসঙ্গতি নির্মূলে অগ্রণী ভূমিকা রাখতে হবে। মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য প্রশাসনের পাশাপাশি সামাজিক ব্যক্তিবর্গকে এগিয়ে আসতে হবে।’
বক্তারা প্রশাসনকে মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ দমনে সর্বোচ্চ সহযোগিতা করার অভিমত ব্যক্ত করেন।