ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে ফের দুর্ঘটনা, প্রাণ গেলো জামায়াত নেতার

নিউজ রুম
  • আপডেটের সময় : ১০:৩৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • / ৬৪২

বরিশাল ব্যুরোঃ বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে ববি শিক্ষার্থী মাইশা ফওজিয়া মিমসহ দুইজনের প্রাণহানির রেশ কাটতে না কাটতেই আবার একই স্থানে দুর্ঘটনা ঘটেছে। বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে সড়ক দুর্ঘটনায় এবার মারা গেছেন জামায়াতে ইসলামীর এক নেতা। তার নাম ইউনুস বিশ্বাস।

সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে অন্তরা পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন তিনি। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে একই স্থানে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হলেন।

নিহত ইউনুস বিশ্বাস পটুয়াখালীর বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি। তিনি উপজেলার নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। নলছিটি থানার (ওসি) মো. আব্দুস ছালাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনুস বিশ্বাস মোটরসাইকেলযোগে বরিশাল থেকে বাউফলের উদ্দেশে যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অন্তরা পরিবহন বাস চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ইউনূসকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর কিছু দূরে গিয়ে বাসটি থামিয়ে রেখে চালক পালিয়ে যায়।

নলছিটি থানার ওসি আব্দুস ছালাম বলেন, ‘বাসটি জব্দ করা হলেও যানটির চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।’

উল্লেখ্য, একই স্থানে গত ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ ট্রাভেলসের একটি বাসের চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা ফওজিয়া মিম নিহত হন। এরপর ২ নভেম্বর একইস্থানে আরেকটি মোটরসাইকেল দুর্ঘটনায় এক কিশোর নিহত হন।



নিউজটি শেয়ার করুন








বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে ফের দুর্ঘটনা, প্রাণ গেলো জামায়াত নেতার

আপডেটের সময় : ১০:৩৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

বরিশাল ব্যুরোঃ বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে ববি শিক্ষার্থী মাইশা ফওজিয়া মিমসহ দুইজনের প্রাণহানির রেশ কাটতে না কাটতেই আবার একই স্থানে দুর্ঘটনা ঘটেছে। বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে সড়ক দুর্ঘটনায় এবার মারা গেছেন জামায়াতে ইসলামীর এক নেতা। তার নাম ইউনুস বিশ্বাস।

সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে অন্তরা পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন তিনি। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে একই স্থানে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হলেন।

নিহত ইউনুস বিশ্বাস পটুয়াখালীর বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি। তিনি উপজেলার নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। নলছিটি থানার (ওসি) মো. আব্দুস ছালাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনুস বিশ্বাস মোটরসাইকেলযোগে বরিশাল থেকে বাউফলের উদ্দেশে যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অন্তরা পরিবহন বাস চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ইউনূসকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর কিছু দূরে গিয়ে বাসটি থামিয়ে রেখে চালক পালিয়ে যায়।

নলছিটি থানার ওসি আব্দুস ছালাম বলেন, ‘বাসটি জব্দ করা হলেও যানটির চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।’

উল্লেখ্য, একই স্থানে গত ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ ট্রাভেলসের একটি বাসের চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা ফওজিয়া মিম নিহত হন। এরপর ২ নভেম্বর একইস্থানে আরেকটি মোটরসাইকেল দুর্ঘটনায় এক কিশোর নিহত হন।