শাহানাজ শারমীন’র কবিতা ‘অভাগিণী পথ-শিশু’

সাহিত্য ডেস্ক
- আপডেটের সময় : ০৪:১৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
- / ৭৩০
অভাগিণী পথ-শিশু
শাহানাজ শারমীন
একদিন শীতের ভোরে দেখলাম তাকিয়ে,
কারা যেনো পরে আছে কুন্ডলী পাকিয়ে।
পথের ধারে, গাছের তলে,
যেদিক দিয়ে মানুষ চলে
তারি চারপাশে, তারা পরে থাকে।
জন জীর্ণ তাদের জীবন
সিনেমা হলের পাশে, খোলা বারান্দায়
রেল স্টেশনের ধারে, পার্কের কোণায়
দেয়ালে কোণ ঘেঁসে প্রাচীরের পাশে।
রাত হলে পরে থাকে চরম হতাশে,
যখন পথ জন পথে,
পথিক চলাচল করে
ভোরের বেলায়
তখন মনে হয় তারা
প্রাণ ফিরে পায়।
ক্ষুধায় তৃষ্ণায় তারা ছোটাছুটি করে
হোটেল রেস্তোরাঁর প্রিয় কোণটা ঘিরে,
ঝুটা, কাঁটা, বাসি, পঁচা যাহা কিছু পায়
তাহাই ভেতরে ঢেলে উদর পুরায়
নিরন্নের দুঃখ জালা তুচ্ছতম গণী
সমাজ প্রতিষ্ঠা নিয়ে তোলে রণরণী
শুধু তাদের নির্যাতন করছে
সমাজের কিছু উচ্চবিত্ত লোক
কেউই ভাবেনা সেই পথ-শিশুর কথা
এটাই কি জীবন নাকি সব সময়
মৃত্যুর অলীঙ্গণ।