ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সোহরাব হোসেন-এর কবিতা ‘হ্যাঁ এখন শরৎ’

সাহিত্য ডেস্ক
  • আপডেটের সময় : ০১:০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
  • / ৭৩২

হ্যাঁ এখন শরৎ
সোহরাব হোসেন


কে যেন দরজায় ঠকঠক শব্দে
কড়া নাড়ছে বারবার?
আর বলছে চাচা বাড়ী আছো -?
পশ্চিমাকাশে মেঘেরা বেশ
ঘন কালো অন্ধকারে ছেয়ে গেছে!
আর দক্ষিণা বাতাসে নদীর পানি
কেন জানি ঢেউখেলানো করছে?

ও পথে আসার সময় দেখলাম,
তোমার গরু জোড়া বিলের পাড়ে বাঁধা।
খোকা চাচার ছোট ছোট দুটো ছেলে,
এ-মেঘের মধ্যে বিলের কোনে মাছ ধরছে ,
ঐ যে দেখ ওদের কিছুটা চোখে পড়ছে !
কোনভাবে ছেলে দুটো কে ডাকতে হবে ?
আর তোমার গরু গুলো বাড়ি নেওয়ার
ব্যবস্থা করিও।

আকাশের অবস্থা খুব ভয়ানক।
এখন বৃষ্টি মানেই কড়াৎ কড়াৎ
আওয়াজে বিদ্যুৎ ডাকাডাকি !
তুমি শুনতে পাও নি –
সেদিন ওপাড়ায় মকবুল ভাইয়ের মেয়ে
নদীর ঘাটে বিদ্যুৎ চমকানোতে
হঠাৎ মারা গেছে ;
তাই বলি কি ওদের
ডেকে বাড়ী নিয়ে এসো?

আরে চাচা দেখছেন,
বিলের ওপারের কাশফুল গুলো
বাতাসের সাথে কিভাবে দৌড়াচ্ছে ?
মনে হচ্ছে যেন কেউ তুলা উড়িয়ে দিচ্ছে!
কেন তুমি জান না?
এখনই তো সময় কাশফুল উড়ার।
কি বলেন এটা কি শরৎ ঋতু?
হ্যাঁ-এখন শরৎ-এর সমারোহ ।



নিউজটি শেয়ার করুন








সোহরাব হোসেন-এর কবিতা ‘হ্যাঁ এখন শরৎ’

আপডেটের সময় : ০১:০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

হ্যাঁ এখন শরৎ
সোহরাব হোসেন


কে যেন দরজায় ঠকঠক শব্দে
কড়া নাড়ছে বারবার?
আর বলছে চাচা বাড়ী আছো -?
পশ্চিমাকাশে মেঘেরা বেশ
ঘন কালো অন্ধকারে ছেয়ে গেছে!
আর দক্ষিণা বাতাসে নদীর পানি
কেন জানি ঢেউখেলানো করছে?

ও পথে আসার সময় দেখলাম,
তোমার গরু জোড়া বিলের পাড়ে বাঁধা।
খোকা চাচার ছোট ছোট দুটো ছেলে,
এ-মেঘের মধ্যে বিলের কোনে মাছ ধরছে ,
ঐ যে দেখ ওদের কিছুটা চোখে পড়ছে !
কোনভাবে ছেলে দুটো কে ডাকতে হবে ?
আর তোমার গরু গুলো বাড়ি নেওয়ার
ব্যবস্থা করিও।

আকাশের অবস্থা খুব ভয়ানক।
এখন বৃষ্টি মানেই কড়াৎ কড়াৎ
আওয়াজে বিদ্যুৎ ডাকাডাকি !
তুমি শুনতে পাও নি –
সেদিন ওপাড়ায় মকবুল ভাইয়ের মেয়ে
নদীর ঘাটে বিদ্যুৎ চমকানোতে
হঠাৎ মারা গেছে ;
তাই বলি কি ওদের
ডেকে বাড়ী নিয়ে এসো?

আরে চাচা দেখছেন,
বিলের ওপারের কাশফুল গুলো
বাতাসের সাথে কিভাবে দৌড়াচ্ছে ?
মনে হচ্ছে যেন কেউ তুলা উড়িয়ে দিচ্ছে!
কেন তুমি জান না?
এখনই তো সময় কাশফুল উড়ার।
কি বলেন এটা কি শরৎ ঋতু?
হ্যাঁ-এখন শরৎ-এর সমারোহ ।