মনির হোসেন-এর কবিতা “গোধূলি”

সাহিত্য ডেস্ক
- আপডেটের সময় : ০৮:৪৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
- / ৮২১
গোধূলি
মনির হোসেন
অপেক্ষার গোধূলি মেঘের মত উড়ছিল।
উড়ছিল ঘরে ফিরা দূরন্ত মেয়ের মেঘকালো চুল।
সোনারঙে সূর্য বসেছে পাটে , ধূলিও উড়ছে রঙিন হয়ে।
উড়ে নীড়ে ফেরা পাখির ঝাঁক নানান কলতানে।
দিনশেষে তপ্তসূর্য পশ্চিম আকাশে শান্ত শীতল হয়ে।
গোচারণ মাঠে রাখাল বালক, গরুর বাথান নিবে গোহালে।
কৃষক জেলে ঘরে ফিরে গোধূলি ক্ষণ পেরিয়ে।
উড়ে গোধূলি ধূলায় ফোড়িং আর প্রজাপতি।
ঘাটে ফিরে মাঝি পশরা নিয়ে নৌকা বাঁধে ঘাটে।
নায়ে নায়রী আসে বাপের বাড়ী ঘোমটা খোলে।
কিশোর কিশোরী খেলাশেষে ঘরে ফিরে গোধূলি রঙ মেখে।
সূর্যাস্তে গোধূলি রঙ বিবর্ণ হয় আঁধার ঘনিয়ে আসে।