বিয়ের দাবিতে বিষের বোতল ও ছুরি নিয়ে অনশন

- আপডেটের সময় : ০১:০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
- / ৬৩৩
অনলাইন ডেস্কঃ নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিষের বোতল ও ছুরি নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বড় বোনের বাড়িতে অবস্থান করছেন এক মাদরাসাছাত্রী (২০)। প্রেমিকা আসার খবর পেয়ে পালিয়েছেন প্রেমিক রুহুল আমিন।
সোমবার (৩০ আগস্ট) বিকেল ৫টার থেকে উপজেলার কৈলাটি ইউনিয়নের পাই পুকুরিয়া গ্রামের রুহুল আমিনের ভগ্নিপতি সেলিমের বাড়িতে অবস্থান করছেন ওই ছাত্রী।
প্রেমিক রুহুল আমিন কলমাকান্দা উপজেলার মই পুকুরিয়া গ্রামের কালাচাঁন খার ছেলে। তিনি পাই পুকুরিয়া গ্রামের বড় বোন সেলিমের বাড়িতেই বসবাস করেন। পার্শ্ববর্তী বোবাহালা বাজারে পোশাক ও ফ্লেক্সিলোডের দোকান রয়েছে তার।
মঙ্গলবার (৩১ আগস্ট) ভোরে সেলিমের বাড়িতে গিয়ে দেখা যায়, ওই ছাত্রী রুহুল আমিনের ভগ্নিপতি সেলিমের ঘরে শুয়ে আছেন।
এ সময় তিনি জানান, প্রায় তিন বছর ধরে মোবাইল ফোনের মাধ্যমে রুহুল আমিনের সঙ্গে তার সম্পর্ক। এ সময় তাদের মধ্যে সরাসরি যোগাযোগ ও একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে। সম্প্রতি রুহুল আমিনকে বিয়ের জন্য চাপ দিলে তিনি টালবাহানা শুরু করেন। যে কারণে বাধ্য হয়ে তিনি এ বাড়িতে বিষের বোতল ও ছুরি নিয়ে অবস্থান করছেন।
এর আগে থেকেই তিনি সেলিমের এই বাড়ি চিনতেন রুহুল আমিনের মাধ্যমে। ওই তরুণী আরও বলেন, ‘আমি কোনো মামলা করব না। হয় রুহুল আমিন আমাকে বিয়ে করবে, নয়তো আমি আত্মহত্যা করব।’
এ বিষয়ে বক্তব্য জানতে চেয়ে রুহুল আমিনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলে তা বন্ধ পাওয়া যায়।
কৈলাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রুবেল ভূঁইয়া বলেন, বিষয়টি আমি শুনেছি তবে বিস্তারিত কিছু জানি না।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ খান বলেন, এলাকার গণ্যমান্যরা বিষয়টির সমাধান করে দিতে পারলে খুবই ভালো হয়। তারা সমাধান দিতে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা জানান, ছেলেপক্ষ পুলিশের কাছে অভিযোগ দিলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।