পটুয়াখালীতে শুভ জন্মাষ্টমী উদযাপন

- আপডেটের সময় : ০৬:৪৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
- / ৬৪৮
মোঃ রুবাইয়াত হক মেহেদী, পটুয়াখালী সদরঃ আজ ৩০ শে আগষ্ট সোমবার সকাল ১০ টায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পটুয়াখালী জেলা হিন্দু ধর্মীয় কল্যানট্রাস্টে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে শ্রী শ্রী রাধামাধব মন্দির (ইসকন) এ এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ শহীদুল্লাহ, জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব কাজী আলমগীর, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান অ্যাড. গোলাম ছরোয়ার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসকন সভাপতি শ্রী পাদ দূর্লভ প্রেম দাস ব্রহ্মচারী। এসময় সামাজিক দুরত্ব বজায় রেখে হিন্দু ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। এছাড়া প্রেস ও মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতি বছর জন্মাষ্টমীতে পটুয়াখালী শহরে শোভাযাত্রা বের হলেও গত বছর থেকে করোনা পরিস্থিতিতে শোভাযাত্রা বন্ধ রয়েছে।