সরকারকে ইসলামী আন্দোলন বাংলাদেশ
‘সভা-সমাবেশে বাধা না দিয়ে দ্রুত ক্ষমতা ছাড়ুন’

- আপডেটের সময় : ০২:৫৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- / ৬০৬
বিশেষ প্রতিবেদকঃ বিরোধীদলগুলোর সভা-সমাবেশে বাধা না দিয়ে দ্রুত ক্ষমতা ছেড়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ।
সরকারের সমালোচনা করে তিনি বলেছেন, সরকার বিরোধীদল দমনে মরিয়া হয়ে ওঠেছে। প্রশাসনযন্ত্র ব্যবহার করে বিরোধী দল-মত ধ্বংসের চেষ্টা করছে। হামলা-মামলা দিয়ে নিরীহ জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।
মাওলানা ইউনুছ বলেন, আগামী ৩ নভেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসমাবেশ ঘোষণা দেওয়া হয়েছে। সরকার ভয়ে এসব সমাবেশ ঘিরে নানা অপকৌশল গ্রহণ করেছে। আওয়ামী সরকারের বিদায় ঘণ্টা বেজে ওঠেছে। ৩ নভেম্বরের আগে সরকারকে সসম্মানে পদত্যাগ করে দেশকে ভয়াবহ সংঘাত থেকে রক্ষা করতে হবে।
সোমবার (৩০ অক্টোবর) বিকেলে পুরানা পল্টনে দলটির কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আগামী ৩ নভেম্বর ঢাকায় সমাবেশে ‘জনস্রোত’ নামবে জানিয়ে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, জনতার মহাস্রোতে সরকার ভেসে যাবে। সর্বত্র অশান্তির আগুন জ্বলছে। মানুষ ঘরে থাকলে খুন হয়, আর রাস্তায় বের হলে গুম হয়। নিজের অধিকারের কথা বলা যাচ্ছে না। সরকার বাকশাল কায়েম করতে চায়। এজন্যেই স্বচ্ছ ভোট দিতে চায় না। তামাশার ভোট আয়োজন করলে পরিস্থিতি হবে ভয়াবহ। জাতীয় সরকারের অধীন ছাড়া কোনো নির্বাচন সহ্য করা হবে না।
তিনি আরও বলেন, সরকার প্রশাসনকে ব্যবহার করে জলকামান, টিয়ারশেল, বুলেট মেরে জনতার যৌক্তিক আন্দোলন দাবিয়ে রাখতে চায়। সরকার দেশের জনগণের ওপর নির্যাতনের নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে।
বিএনপিসহ বিরোধীদলের আন্দোলনে বাধা দেওয়া থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে দলটির মহাসচিব আরও বলেন, ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে বিরোধীদলগুলো কর্মসূচির মধ্যে সরকারি দল শান্তি ও উন্নয়ন সমাবেশের নামে কর্মসূচি দিয়ে দেশে অশান্তি সৃষ্টি করছে। তিনি সরকারকে ক্ষমতার মোহে অন্ধ না হয়ে গণদাবি মেনে নেওয়ারও আহ্বান জানান।