ঢাকা ০৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে বিআরটিসি’র দোতলা বাসে আগুন!

নিউজ রুম
  • আপডেটের সময় : ১২:২২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • / ৬৮৬

অনলাইন প্রতিবেদকঃ গাজীপুর মহানগরের টঙ্গীতে বিআরটিসি দোতলা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় টঙ্গীর চেরাগআলী মার্কেটের সামনে ঢাকাগামী বিআরটিসির দোতলা বাসে অগ্নিসংযোগ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা হরতাল চলাকালে চেরাগআলী মার্কেটের সামনে কে বা কারা ঢাকাগামী বিআরটিসির একটি দোতলা বাসে (ঢাকা মেট্রো ব-১৫-৫৩৯৮) আগুন দেয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসের কিছু অংশ পুড়ে গেছে। বাসটি যাত্রীর জন্য অপেক্ষা করছিল। কয়েকজন যাত্রী ভেতরে থাকলেও আগুন লাগতে দেখে দ্রুত নেমে পড়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্থানীয় সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, বাসের দোতলায় তিন-চারজন যাত্রী ছিলেন বলে বাসটির চালক জানিয়েছেন। তাদের মধ্য থেকে কেউ হয়ত আগুন দিয়েছে। আমরা তদন্ত করে দেখছি, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



নিউজটি শেয়ার করুন








টঙ্গীতে বিআরটিসি’র দোতলা বাসে আগুন!

আপডেটের সময় : ১২:২২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩

অনলাইন প্রতিবেদকঃ গাজীপুর মহানগরের টঙ্গীতে বিআরটিসি দোতলা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় টঙ্গীর চেরাগআলী মার্কেটের সামনে ঢাকাগামী বিআরটিসির দোতলা বাসে অগ্নিসংযোগ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা হরতাল চলাকালে চেরাগআলী মার্কেটের সামনে কে বা কারা ঢাকাগামী বিআরটিসির একটি দোতলা বাসে (ঢাকা মেট্রো ব-১৫-৫৩৯৮) আগুন দেয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসের কিছু অংশ পুড়ে গেছে। বাসটি যাত্রীর জন্য অপেক্ষা করছিল। কয়েকজন যাত্রী ভেতরে থাকলেও আগুন লাগতে দেখে দ্রুত নেমে পড়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্থানীয় সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, বাসের দোতলায় তিন-চারজন যাত্রী ছিলেন বলে বাসটির চালক জানিয়েছেন। তাদের মধ্য থেকে কেউ হয়ত আগুন দিয়েছে। আমরা তদন্ত করে দেখছি, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।