ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বোরচিত হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
- আপডেটের সময় : ০৭:০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
- / ৬৩৪
নড়াইল জেলা প্রতিনিধিঃ ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বোরচিত হামলার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন ও অনুষ্ঠিত হয়েছে। (১৮ অক্টোবর) বুধবার শহরের নড়াইল-যশোহর সড়কের পুরাতন বাসটার্মিনাল এলাকায় ঘন্টব্যাপি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
নড়াইল ওলামা ও আইম্মা পরিষদের আয়োজন মানববন্ধনে মাদ্রসার শিক্ষক ,ছাত্রসহ বিভিন্ন পেশার মানুষ কয়েকশত মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন নড়াইল জেলা ইমাম পরিষদের সভাপতি আল্লামা মাওলানা মো.নাসিরউদ্দিন, সহ-সভাপতি মুফতি আব্দুর রকিব, সাধারন সম্পাদক হাফেজ মাওলানা মুফতি মইণউদ্দিন সহ ইমাম পরিষদের নেতারা।
বক্তারা বলেন, ইসরায়েলি বাহিনীর নারকীয় তান্ডবে গাজা উপত্যকা একেবারে ধ্বংস স্তুপে পরিনত হয়েছে,চরমভাবে মানবাধিবাকিার বিপন্ন হলেও বিশ^নেতারা চুপ আছেন।ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।

























