ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মুষলধারে বৃষ্টিতে জনজীবন স্থবির, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

রাসেল মোল্লা
  • আপডেটের সময় : ০১:৩০:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
  • / ৬৮৪

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা : মৌসমুী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে গত দুই দিন ধরে উপকূলীয় এলাকায় থেম থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।আবহাওয়া অফিস ৩ অক্টোবর মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত কলাপাড়ায় ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। বুধবার সকাল থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এতে স্থবির হয়ে পড়ে পৌরশহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত । পাশাপাশি দুর্ভোগের শিকার হন সাধারণ মানুষ ও শ্রমজীবীরা। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। বাতাসের গতিবেগ বৃদ্ধি পেয়েছে। নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উপকূলীয়‌ এলাকার উপর দিয়ে যেকোনো সময় ঝড়ো ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাই পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলারসহ ছোট ছোট নৌযান সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বর্তমানে গভীর সমুদ্রে বেশ কিছু মাছধরা ট্রলার অবস্থান করছে বলে স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উপকূলে তীব্র বাতাস এবং ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।



নিউজটি শেয়ার করুন








মুষলধারে বৃষ্টিতে জনজীবন স্থবির, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আপডেটের সময় : ০১:৩০:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা : মৌসমুী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে গত দুই দিন ধরে উপকূলীয় এলাকায় থেম থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।আবহাওয়া অফিস ৩ অক্টোবর মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত কলাপাড়ায় ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। বুধবার সকাল থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এতে স্থবির হয়ে পড়ে পৌরশহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত । পাশাপাশি দুর্ভোগের শিকার হন সাধারণ মানুষ ও শ্রমজীবীরা। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। বাতাসের গতিবেগ বৃদ্ধি পেয়েছে। নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উপকূলীয়‌ এলাকার উপর দিয়ে যেকোনো সময় ঝড়ো ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাই পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলারসহ ছোট ছোট নৌযান সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বর্তমানে গভীর সমুদ্রে বেশ কিছু মাছধরা ট্রলার অবস্থান করছে বলে স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উপকূলে তীব্র বাতাস এবং ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।