কলাপাড়ায় অত্যাধুনিক মডেল মসজিদ নির্মিত হচ্ছে

- আপডেটের সময় : ১২:২৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
- / ৬৪৮
কলাপাড়া উপজেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় অত্যাধুনিক ডিজাইনের মডেল মসজিদ নির্মিত হচ্ছে। এটি উপজেলা চত্বরের মৎস্য ভবনের সম্মুখে ৪০ একর জমির উপর নির্মিত হবে। যার ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৯২ লাখ টাকা। মসজিদটিতে একসঙ্গে প্রায় ৯০০ মুসল্লি নামাজ পড়তে পারবেন।
সোমবার (২৩ আগস্ট) দুপুরে ঠিকাদারি প্রতিষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের উপস্থিতিতে মসজিদটি নির্মাণের জায়গা সরেজমিনে পরিদর্শন করে।
এসময় পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাহাবুবুল আলম, পটুয়াখালী গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ শাওন শাহারিয়ার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার সিমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির ও উপজেলা পরিষদের ইমাম মাওলানা মোঃ মাসুম বিল্লাহ (রুমি) সহ মসজিদের মুয়াজ্জিন, খাদেম, স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিটি জেলা ও উপজেলায় ১টি করে মোট ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। এরই ধারাবাহিকতায় কলাপাড়া উপজেলায় নির্মিত হচ্ছে অত্যাধুনিক ডিজাইনের মডেল মসজিদ। এ মসজিদে থাকবে নারী ও পুরুষের জন্য ভিন্ন ভিন্ন নামাজের স্থান। এছাড়াও থাকবে ইসলামি বই বিক্রয় কেন্দ্রের লাইব্রেরি, অটিজম কর্নার, ইমাম ট্রেনিং সেন্টার, ইসলামি গবেষণা ও দাওয়া কার্যক্রম, হেফজ খানা, শিশু ও গণশিক্ষা কার্যক্রম, পর্যটকদের আবাসন, হজ যাত্রীদের নিবন্ধন ও ইবাদতের পাশাপাশি অনেক সামাজিক কর্মকাণ্ড থাকবে। আর এই মসজিদে প্রতিবন্ধীদের জন্য নামাজে প্রবেশের জন্য থাকবে আলাদা রুম।