জাতীয় শোক দিবসে রামগঞ্জ যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা

- আপডেটের সময় : ০৮:০৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
- / ৫৮৯
পারভেজ হোসাইন, রামগঞ্জ:
১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত সকল শহীদের স্মরণে রামগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে র্যালী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে
১৫ই আগস্ট সকাল ১১টায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর এবং উপজেলা যুবলীগ নেতা কামরুল হাসান ফয়সাল মালের পক্ষ থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা পরিষদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ও যুবলীগ নেতা মহসিন আহমেদ রাশেদ খলিফা, যুবলীগ কর্মী রাশেদ আলম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রুবেল হোসেন অনন্ত, ইউনিয়ন যুবলীগ নেতা ফরহাদ হোসেন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, জুবায়ের, ইলিয়াস, রুবেল মহাদর, ছাত্রলীগ নেতা মোঃ রাব্বানী, সিদ্দিক সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।