ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তালেবান সমর্থিত যে কোনো পোস্ট নিষিদ্ধ করেছে ফেসবুক!

নিউজ রুম
  • আপডেটের সময় : ১০:৫৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
  • / ৬৫৭

অনলাইন ডেস্কঃ তালেবান বাহিনীকে সমর্থন করে যে কোনো পোস্টকে সন্ত্রাসবাদের সমর্থন বলে ধরে নেয়া হবে, জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

তালেবান বাহিনী সম্পর্কিত পোস্টগুলো যাচাই করতে আফগান বিশেষজ্ঞদের নিয়োগ দিয়েছে ফেসবুক। এই বিশেষজ্ঞ দলটি নীতিমালা লঙ্ঘনকারী পোস্টগুলো ফেসবুক থেকে মুছে ফেলবে। যদিও দীর্ঘদিন ধরে তালেবান বাহিনী তাদের বার্তা প্রচারের জন্য ফেসবুক ব্যবহার করে আসছে। কিন্তু গত অল্প কয়েক দিনে তালেবান বাহিনী আফগানিস্তানের ক্ষমতা দখল করায় এই বাহিনীকে কীভাবে মোকাবেলা করবে সেটা তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠানগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।

ফেসবুকের এক মুখপাত্র বিবিসিকে জানিয়েছে, মার্কিন আইন অনুযায়ী তালেবান বাহিনী একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত। সে কারণে ক্ষতিকর সংগঠনগুলো সম্পর্কিত নীতিমালা অনুযায়ী তালেবান বাহিনী সম্পর্কিত কনটেন্ট ফেসবুক প্লাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়েছে।

ফেসবুক মুখপাত্র আরো জানিয়েছেন, তারা কোনো দেশের সরকারের স্বীকৃতি বিষয়টি ভেবে সিদ্ধান্ত নেন না। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কর্তৃত্ব অনুসরণ করেন।

ফেসবুক আরও জানিয়েছে, তালেবান বাহিনী সম্পর্কিত তাদের নীতিমালা হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।



নিউজটি শেয়ার করুন








তালেবান সমর্থিত যে কোনো পোস্ট নিষিদ্ধ করেছে ফেসবুক!

আপডেটের সময় : ১০:৫৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১

অনলাইন ডেস্কঃ তালেবান বাহিনীকে সমর্থন করে যে কোনো পোস্টকে সন্ত্রাসবাদের সমর্থন বলে ধরে নেয়া হবে, জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

তালেবান বাহিনী সম্পর্কিত পোস্টগুলো যাচাই করতে আফগান বিশেষজ্ঞদের নিয়োগ দিয়েছে ফেসবুক। এই বিশেষজ্ঞ দলটি নীতিমালা লঙ্ঘনকারী পোস্টগুলো ফেসবুক থেকে মুছে ফেলবে। যদিও দীর্ঘদিন ধরে তালেবান বাহিনী তাদের বার্তা প্রচারের জন্য ফেসবুক ব্যবহার করে আসছে। কিন্তু গত অল্প কয়েক দিনে তালেবান বাহিনী আফগানিস্তানের ক্ষমতা দখল করায় এই বাহিনীকে কীভাবে মোকাবেলা করবে সেটা তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠানগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।

ফেসবুকের এক মুখপাত্র বিবিসিকে জানিয়েছে, মার্কিন আইন অনুযায়ী তালেবান বাহিনী একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত। সে কারণে ক্ষতিকর সংগঠনগুলো সম্পর্কিত নীতিমালা অনুযায়ী তালেবান বাহিনী সম্পর্কিত কনটেন্ট ফেসবুক প্লাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়েছে।

ফেসবুক মুখপাত্র আরো জানিয়েছেন, তারা কোনো দেশের সরকারের স্বীকৃতি বিষয়টি ভেবে সিদ্ধান্ত নেন না। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কর্তৃত্ব অনুসরণ করেন।

ফেসবুক আরও জানিয়েছে, তালেবান বাহিনী সম্পর্কিত তাদের নীতিমালা হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।