কমলনগরে জামিয়া ইসলামিয়া মারকাজুল উলুম মাদ্রাসার ছবক অনুষ্ঠান

- আপডেটের সময় : ০৫:১৭:৩১ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
- / ৬০৮
আতাউর রহমান রাব্বি, কমলনগর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগরে জামিয়া ইসলামিয়া মারকাজুল উলুম হাজিরহাট এর দাওরায়ে হাদিস (মাস্টার্স) ক্লাসের উদ্বোধন ও ছবক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৮ মে) সকাল ১০টায় জামিয়া ইসলামিয়া মারকাজুল উলুম হাজিরহাট মাদ্রাসা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জামিয়ার মুহতামিম মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে ও সিনিয়র মুহাদ্দিস মাওলানা ইউসুফের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমি শিক্ষা বোর্ড (বেফাক) এর মহাপরিচালক আল্লামা ওবায়দুর রহমান খান নদভী। এতে তিনি মাদরাসার নবাগত দাওরায়ে হাদীস এর শিক্ষার্থীদের নতুন ছবক প্রদান করেন এবং মাদরাসার উত্তোরোত্তর সফলতা কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮ নং চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব কমলনগর, জামিয়া ইসলামিয়া মারকাজুল উলুম মাদ্রাসার শায়খুল হাদিস হযরত মাওলানা মোহাম্মদ আলী, জামিয়া কারিমিয়া মোহাম্মদীয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আ হ ম নোমান সিরাজী সহ স্থানীয় ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।