কৃষকের ধান কেটে দিলেন কলাপাড়া পৌর ছাত্রলীগ নেতা রুদ্র

- আপডেটের সময় : ০৩:২৪:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
- / ৭১২
কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া পৌর শহর ছাত্রলীগ নেতা করোনা যোদ্ধা আলিফ আল মাহমুদ রুদ্র কৃষক এর ধান কেটে দিয়ে প্রশংসা কুড়িয়েছেন এলাকাবাসীর।
আজ ৬ ই মে রোজ শনিবার সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামের কৃষক বাহাদুর খানের জমির পাকা ধান কেটে দিযে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কর্মসুচি পালন করেন।
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের নির্দেশনায় কলাপাড়া পৌর শহর ছাত্রলীগ নেতা আলিফ আল মাহমুদ রুদ্র, হৃদয় ভূঁইয়া, সৈয়দ জিহাদ, জাবের হোসেনসহ একাধিক ছাত্রলীগ নেতারা এ ধান কাটা কর্মসূচিতে অংশ নেন।
এব্যাপারে পৌর শহর ছাত্রলীগ নেতা আলিফ আল মাহমুদ রুদ্র বলেন, যেকোনো সংকট সংগ্রাম কিংবা দুর্যোগে বাংলাদেশ ছাত্রলীগ সব সময় অগ্রণী ভূমিকা পালন করে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ও কেন্দ্রীয় ছাত্রলীগী নির্দেশনায় কৃষকের কষ্টে লাঘবে আমরা ধান কেটে দিয়েছি। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দেশের যেকোনো সংকট নিরসনে ছাত্রলীগ সবসময় কাজ করে যাবে।
প্রসঙ্গ গত ২৪ এপ্রিল বোরো মৌসুমে কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে ছাত্রলীগের নেতা কর্মীসহ তরুণ প্রজন্ম এবং ছাত্র ও যুব সমাজের প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক।