একসঙ্গে চারটি বাছুর প্রসব করলো গাভি!

- আপডেটের সময় : ০৫:০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ১২৮৬
অনলাইন ডেস্কঃ শেরপুরের নকলায় একটি গাভি চারটি বকনা বাছুর প্রসব করেছে। জন্ম নেওয়া প্রত্যেকটি বাছুর সুস্থ আছে এবং স্বাভাবিকভাবে মায়ের দুধ পান করছে।
সোমবার সকালে নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা গ্রামের কৃষক শফিকুল ইসলামের গাভি একে একে বাছুরগুলো প্রসব করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গাভির মালিক শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, এক বছর আগে শংকর জাতের এ গাভিটি ৯৭ হাজার টাকায় কিনে লালন-পালন শুরু করি। পরবর্তীকালে স্থানীয় একজন পশু চিকিৎসকের মাধ্যমে গাভিটিকে কৃত্রিম প্রজনের মাধ্যমে বীজ দেওয়া হয়। ২৮০ দিন পর সোমবার সকালে গাভিটি একে একে চারটি বকনা বাছুর প্রসব করে।
এ বিষয়ে নকলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইসহাক আলী বলেন, খবর পেয়ে কৃষক শফিকুলের বাড়ি গিয়ে গাভি ও সদ্য প্রসব করা বাছুরগুলোর স্বাস্থ্য পরীক্ষা করি, সব সুস্থ আছে। চারটি বাছুরই কিভাবে সুস্থতার সঙ্গে বেড়ে উঠতে পারে এবং গাভির স্বাস্থ্য রক্ষায় গাভির মালিককে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।