রাঙ্গাবালীতে ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে রেডক্রিসেন্ট’র চিকিৎসা সেবা প্রদান

- আপডেটের সময় : ০৩:২১:৩৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
- / ৭০০
আসাদুজ্জামান রুবেল, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালীতে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী ইউনিটের মোবাইল মেডিকেল টিম ।
বিকেলে পটুয়াখালী ইউনিটের সেক্রেটারি, রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেনের নির্দেশনায় উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের কাউখালী বাজারে ঐ এলাকার ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এ চিকিৎসা সেবা প্রদান করা ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী ইউনিটের সহকারী পরিচালক
মোঃ ফারুক হোসেন, সিপিপি রাঙ্গাবালী উপজেলা টিমের ডেপুটি টিম লিডার ও ছোট বাইশদিয়া ইউনিয়নের টিম লিডার হাজী মাহমুদ হাসান, পটুয়াখালী করিম মৃধা কলেজের যুব রেডক্রিসেন্টের দলনেতা আরিফ হাসিব, উপজেলা যুব রেডক্রিসেন্টের দলনেতা জিসান উদ্দিন রাব্বি , উপজেলা যুব রেডক্রিসেন্টের প্রশিক্ষণ বিভাগের দলনেতা জিন্নাহ মিয়া, জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের উপ দলনেতা মইনুল ইসলাম তারেক, সেবা ও সাস্থ্য বিভাগের দলনেতা মোঃ সাব্বির হোসাইন, রক্ত বিভাগের বিভাগীয় উপ দলনেতা জিহাদ উদ্দিন সাব্বিরসহ আরো অনেকেই ।