ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কলাপাড়ায় টানা বর্ষণে কর্মহীন শ্রমজীবী মানুষ, এ অবস্থা থাকতে পারে আরো দু’দিন!

নিউজ রুম
  • আপডেটের সময় : ১২:২৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
  • / ৬৫৩

নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় গত ১০ সেপ্টেম্বর থেকে আজ ১৩ ই সেপ্টেম্বর পর্যন্ত ৪ দিনের টানা বর্ষনে গৃহবন্দী থেকে কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবী মানুষ।

মঙ্গলবার (১৩ সেপ্টম্বর) শ্রমজীবী অনেকের সাথে কথাবলে এমনটা জানাগেছে। তারা জানায়, দৈনিক শ্রম তাদের একমাত্র আয়ের মাধ্যম, এই দিয়ে তাদের সংসারের খাওয়া দাওয়া, পোষাক পরিচ্ছেদ বাচ্চাদের লেখাপড়া সহ সবকিছু চলে। তারপর মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাড়িয়েছে এনজিও থেকে ওঠানো লোনের কিস্তির বাড়তি চাপ। এমনটা যদি আরও কয়েক দিন দীর্ঘায়িত হয় তবে দিনমজুরী করে চলা মানুষগুলোর জীবন দূর্বিষহ হয়ে উঠবে। এছাড়াও দ্রব্যসামগ্রীর বাড়তি দামে স্বল্প আয়ের মানুষ গুলোর জীবন চিড়েচ্যাপ্টা হওয়ার অবস্থা। শ্রমজীবী অনেকের সাথে কথাবললে্ এমন কষ্টের কথা তুলেধরেছেন তারা। নীলগঞ্জের সলিমপুরের শ্রমজীবি হাবিব হাং বলেন, আইজ ৪ দিন অইছে কামে যাইনা, বাজার করার টাহা নাই, চাউল যা আছেলে শেষ, এইরহম বৃষ্টি থাকলে মোগো না খাইয়া তাহা লাগবে। পৌর শহরে অটো চালক ইয়াকুব মুন্সি বলেন সকালে বাইরাইছি রোডে কোন লোকনাই তাই ব্রিজের নিচে বইয়া মোবাইল চাপি। পৌর শহরে হেটে- হেটে মাছ বিক্রেতা রহিম বলেন ৩ দিন অইছে বৃষ্টিতে মাছ বেচিনা চলতে কষ্ট অইতেআছে, বাসায় বইয়া খালি ঘুমাই, বউর ডাহাডাহিতে বাজারে আইছি কয়ডা ডাইল আর আলু নিমু এই দিয়াই চলবে, কিআর করার। হাবিব,ইয়াকুব,রহিমদের মত অগনিত শ্রমজীদের একই অবস্থা। আবহাওয়া অফিস জানিয়েছে এই বৃষ্টি পাত বুধবারের পর থেকে কমতে শুরু করবে। তবে বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা (Bangladesh weather observation tem) জানিয়েছে আগামী ১৫- ১৬ তারিখ পর্যন্ত এই বৈরী আবহাওয়া থাকতে পারে।



নিউজটি শেয়ার করুন








কলাপাড়ায় টানা বর্ষণে কর্মহীন শ্রমজীবী মানুষ, এ অবস্থা থাকতে পারে আরো দু’দিন!

আপডেটের সময় : ১২:২৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় গত ১০ সেপ্টেম্বর থেকে আজ ১৩ ই সেপ্টেম্বর পর্যন্ত ৪ দিনের টানা বর্ষনে গৃহবন্দী থেকে কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবী মানুষ।

মঙ্গলবার (১৩ সেপ্টম্বর) শ্রমজীবী অনেকের সাথে কথাবলে এমনটা জানাগেছে। তারা জানায়, দৈনিক শ্রম তাদের একমাত্র আয়ের মাধ্যম, এই দিয়ে তাদের সংসারের খাওয়া দাওয়া, পোষাক পরিচ্ছেদ বাচ্চাদের লেখাপড়া সহ সবকিছু চলে। তারপর মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাড়িয়েছে এনজিও থেকে ওঠানো লোনের কিস্তির বাড়তি চাপ। এমনটা যদি আরও কয়েক দিন দীর্ঘায়িত হয় তবে দিনমজুরী করে চলা মানুষগুলোর জীবন দূর্বিষহ হয়ে উঠবে। এছাড়াও দ্রব্যসামগ্রীর বাড়তি দামে স্বল্প আয়ের মানুষ গুলোর জীবন চিড়েচ্যাপ্টা হওয়ার অবস্থা। শ্রমজীবী অনেকের সাথে কথাবললে্ এমন কষ্টের কথা তুলেধরেছেন তারা। নীলগঞ্জের সলিমপুরের শ্রমজীবি হাবিব হাং বলেন, আইজ ৪ দিন অইছে কামে যাইনা, বাজার করার টাহা নাই, চাউল যা আছেলে শেষ, এইরহম বৃষ্টি থাকলে মোগো না খাইয়া তাহা লাগবে। পৌর শহরে অটো চালক ইয়াকুব মুন্সি বলেন সকালে বাইরাইছি রোডে কোন লোকনাই তাই ব্রিজের নিচে বইয়া মোবাইল চাপি। পৌর শহরে হেটে- হেটে মাছ বিক্রেতা রহিম বলেন ৩ দিন অইছে বৃষ্টিতে মাছ বেচিনা চলতে কষ্ট অইতেআছে, বাসায় বইয়া খালি ঘুমাই, বউর ডাহাডাহিতে বাজারে আইছি কয়ডা ডাইল আর আলু নিমু এই দিয়াই চলবে, কিআর করার। হাবিব,ইয়াকুব,রহিমদের মত অগনিত শ্রমজীদের একই অবস্থা। আবহাওয়া অফিস জানিয়েছে এই বৃষ্টি পাত বুধবারের পর থেকে কমতে শুরু করবে। তবে বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা (Bangladesh weather observation tem) জানিয়েছে আগামী ১৫- ১৬ তারিখ পর্যন্ত এই বৈরী আবহাওয়া থাকতে পারে।