লঘুচাপটি নিম্নচাপে পরিনত হয়েছে, উপকুলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের সতর্কতা জারি

- আপডেটের সময় : ০৯:২৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / ৮২২
নয়নাভিরাম গাইন (নয়ন), আবহাওয়া প্রতিবেদকঃ বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘূচাপটি নিম্নচাপে পরিনত হয়েছে। এটি আরও ঘনিভূত হয়ে শক্তি সঞ্চয় করতে পারে। জানিয়েছে আবহাওয়া দফতর।
আজ রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ আবহাওয়া দফতরের নিজস্ব ওয়েবসাইটে আবহাওয়াবিদ মোঃ হাফিজুর রহমান স্বাক্ষরিত আবহাওয়ার বিশেষ সতর্ক বার্তায় এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎ সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পস্ট লঘূচাপটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনিভূত হয়ে নিম্নচাপে পরিনত হয়েছে। এটি আরও পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
এরপ্রভাবে উত্তর-বঙ্গোপসাগর ও তৎ সংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। সমুদ্র বন্দর সমুহ ও উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকুলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
তাই চট্রগ্রাম,কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে (০৩)তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়, পূর্নিমা, নিম্নচাপ ও বায়ুচাপের পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে (০১-০২) ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদের কে গভীর সাগরে বিচরন না করতে বলা হয়েছে।