কুয়াকাটায় সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ সেই পর্যটকের মরদেহ উদ্ধার

- আপডেটের সময় : ১১:৪৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- / ৭৩১
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কুয়াকাটায় সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মোঃ সবুজের (২৮) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে পশ্চিমে ব্লকপয়েন্ট সংলগ্ন সাগরে সবুজের লাশ পাওয়া যায়।
জানা যায়, মঙ্গলবার সকালে জেলে মোশাররফের জালে ওই পর্যটকের মৃতদেহটি আটকে যায়। পরে জেলে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে দুই কিলোমিটার পশ্চিমে ব্লক পয়েন্ট সংলগ্ন সাগর থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
সোমবার বগুড়ার শাহজাহানপুর থেকে ৫৫ জনের একটি দল কুয়াকাটা ভ্রমণে আসে। ওইদিন দুপুরে সাগরে জিরো পয়েন্টে বন্ধুদের সঙ্গে গোসলে নামেন সবুজ। এসময় চারজনকে প্রবল স্রোতে ভাসিয়ে নেয়। তিনজনকে ওয়াটার বাইকের চালকরা উদ্ধার করেতে পারলেও সবুজ নিখোঁজ ছিল। পরে ফায়ার সার্ভিসসহ ডুবুরির দল চেষ্টা করেও সবুজের খোঁজ পায়নি।
এর আগে রোববার দুপুর একটার দিকে একই স্থানে পারভেজ নামের আরও এক পর্যটক নিখোঁজ হয়। এরপর তিন ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।