কলাপাড়ায় মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার

নিউজ রুম
- আপডেটের সময় : ০৫:৫১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
- / ৮২৭
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের নেওয়াপাড়া গ্রামের অটোশ্রমিক মোঃ খবির বয়াতির ছোটছেলে নেওয়াপাড়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র মোঃ ইয়ামিন (১৪) নিখোঁজ হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ আগষ্ট) সকাল ৭টার দিকে চাকামইয়া ইউনিয়নের নেওয়াপাড়া নিজবাড়ি থেকে কলাপাড়া পৌর শহরে ডাক্তার দেখানোর কথা বলে বের হয় ইয়ামিন। এরপর থেকে তার আর কোনো খোঁজ নেই। এমনকি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ রয়েছে সে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জসিম বলেন, আমাদের কাছে কেউ মাদ্রসাছাত্র হারিয়ে যাওয়ার ব্যাপারে অভিযোগ করেনি, আমরা খোঁজ নিচ্ছি।
তাকে দেখামাত্র যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষে থেকে অনুরোধ জানিয়েছেন মোঃ বেল্লাল তালুকদার। মোবাঃ 01718110845