ঢাকা ০৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বালাগঞ্জের কালীগঞ্জে শাহাদৎ ফার্নিচারের শুভ উদ্বোধন

নিউজ রুম
  • আপডেটের সময় : ০২:৪২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
  • / ৮৪১

হেলাল আহমদ, বালাগঞ্জ প্রতিনিধিঃ ১৮ জুলাই ২০২২, সোমবার বালাগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে শাহাদৎ ফার্নিচার’ শুভ উদ্বোধন করেন-হামছাপুর, মাকড়সী,কালীগঞ্জ মহিলা মাদ্রাসার মুহতামীম মাওলানা মিছবাহ উদ্দীন মিছলু।

এসময় উপস্থিত ছিলেন কোয়ালিটি টিভির বালাগঞ্জ উপজেলার প্রতিনিধি হেলাল আহমদ,হামছাপুর, মাকড়সী,কালীগঞ্জ মহিলা মাদ্রাসার শিক্ষক মাওলানা এবাদুর রহমান, আব্দুস ছত্তার মরিল,কালিগঞ্জ বাজার ব্যবসায়ী মমিনুর রহমান, মোঃসিরাজ মিয়া,করিম মিয়া,সহ কালীগঞ্জ বাজারে ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

শাহাদৎ ফার্নিচাররের পরিচালক মাওলানা শাহাদাৎ হোসেন বলেন, এখানে আপনারা পাবেন এমন সব আধুনিক নিত্য নতুন ডিজাইন এর ফার্নিচার শাহাদৎ ফার্নিচার আপনার সকল ধরনের ফার্নিচারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শাহাদৎ ফার্নিচার উন্নত মানের -আধুনিক নিত্য নতুন ডিজাইন এর সকল ধরনের খাট,কেবিনেট,
শোকেস,ওয়ারড্রব,ডেসিং টেবিল, শোকেস, সোফা টেবিলসহ সকল ধরনের ফার্নিচার বিক্রি করা হয়।।



নিউজটি শেয়ার করুন








বালাগঞ্জের কালীগঞ্জে শাহাদৎ ফার্নিচারের শুভ উদ্বোধন

আপডেটের সময় : ০২:৪২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২

হেলাল আহমদ, বালাগঞ্জ প্রতিনিধিঃ ১৮ জুলাই ২০২২, সোমবার বালাগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে শাহাদৎ ফার্নিচার’ শুভ উদ্বোধন করেন-হামছাপুর, মাকড়সী,কালীগঞ্জ মহিলা মাদ্রাসার মুহতামীম মাওলানা মিছবাহ উদ্দীন মিছলু।

এসময় উপস্থিত ছিলেন কোয়ালিটি টিভির বালাগঞ্জ উপজেলার প্রতিনিধি হেলাল আহমদ,হামছাপুর, মাকড়সী,কালীগঞ্জ মহিলা মাদ্রাসার শিক্ষক মাওলানা এবাদুর রহমান, আব্দুস ছত্তার মরিল,কালিগঞ্জ বাজার ব্যবসায়ী মমিনুর রহমান, মোঃসিরাজ মিয়া,করিম মিয়া,সহ কালীগঞ্জ বাজারে ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

শাহাদৎ ফার্নিচাররের পরিচালক মাওলানা শাহাদাৎ হোসেন বলেন, এখানে আপনারা পাবেন এমন সব আধুনিক নিত্য নতুন ডিজাইন এর ফার্নিচার শাহাদৎ ফার্নিচার আপনার সকল ধরনের ফার্নিচারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শাহাদৎ ফার্নিচার উন্নত মানের -আধুনিক নিত্য নতুন ডিজাইন এর সকল ধরনের খাট,কেবিনেট,
শোকেস,ওয়ারড্রব,ডেসিং টেবিল, শোকেস, সোফা টেবিলসহ সকল ধরনের ফার্নিচার বিক্রি করা হয়।।