ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মহিপুর থানার ওসির বিরুদ্ধে স্বেচ্ছাচারীতার অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৬:১৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২
  • / ৬৮৩

রাসেল মোল্লা, কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর থানার ওসির বিরুদ্ধে কুয়াকাটা পৌরসভার কর্মচারী-কর্মকর্তারা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন শেষে জেলা পরিষদ ডাকবাংলোর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় তারা মহিপুর থানার ওসি খোন্দকার মোঃ আবুল খায়েরের স্বেচ্ছাচারীতা ও ক্ষমতার অপব্যাবহারের অভিযোগ এনে তার প্রতিবাদ জানান।

মানববন্ধনে পৌরসভার নির্বাহী কর্মকর্তা কাব্য লাল চক্রবর্তী জানান, ঈদ উপলক্ষে কুয়াকাটায় আগত পর্যটকদের ভ্রমণ নির্বিঘ্ন এবং যানজটমুক্ত রাখতে পুলিশের পাশপাশি নিরবিচ্ছিন্নভাবে কাজ করে আসছিল কুয়াকাটা পৌরসভার কর্মচারীরা। বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করতেই মহিপুর থানার ওসি পৌরসভার অফিস সহায়ক মোঃ ইউনুচকে চাঁদাবাজির অপবাদ দিয়ে আটক করে।

এদিকে এর আগে একই বিষয় নিয়ে কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পৌর কর্মচারীকে শারীরিক নির্যাতনেরও দাবি করা হয়। তারা এর প্রতিবাদ জানিয়ে কর্মবিরতিরও হুমকি দিয়েছেন।

এ বিষয়ে ওসি খোন্দকার মোঃ আবুল খায়ের শারীরিক নির্যাতনের অভিযোগ অস্বীকার করে জানান, যানবাহনে চাঁদাবাজি করছে কিনা জিজ্ঞাসাবাদের জন্য এক পৌর কর্মচারীকে থানায় ডেকে এনে পরে ছেড়ে দেয়া হয়েছে।

গত ১২ জুলাই থেকে কুয়াকাটায় পর্যটকের ব্যাপক উপস্থিতির ফলে যানবাহনের শৃঙ্খলা রক্ষায় কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, মহিপুর থানা ও কুয়াকাটা পৌরসভা একযোগে কাজ করে।

পৌর কর্মচারীকে আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার বলেন, ঈদের ছুটিকে সামনে রেখে এই কয়দিনে প্রায় লাখো পর্যটক এখানে আসছে। আমি আমার পৌরসভার লোকজন নিয়ে পটুয়াখালী জেলাপ্রশাসক মহোদয়, কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা যে নির্দেশনা দিয়েছেন সে অনুযায়ী কুয়াকাটা মহাসড়কে দিন-রাত পরিশ্রম করে যানজট থেকে মুক্ত করেছি।

তিনি আরও বলেন, ওসি অহেতুক মিথ্যা চাঁদাবাজির অপবাদ দিয়ে পৌরসভার কর্মচারীকে থানায় ধরে নিয়ে যে কাজ করেছে সে থেকে পৌর কর্মচারীগণ আর মহাসড়কে কোনো কর্মকাণ্ডে থাকবে না বলে জানিয়েছেন। তাই বর্তমানে সড়কে যানজট শুরু হয়ে গেছে।



নিউজটি শেয়ার করুন








মহিপুর থানার ওসির বিরুদ্ধে স্বেচ্ছাচারীতার অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

আপডেটের সময় : ০৬:১৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২

রাসেল মোল্লা, কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর থানার ওসির বিরুদ্ধে কুয়াকাটা পৌরসভার কর্মচারী-কর্মকর্তারা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন শেষে জেলা পরিষদ ডাকবাংলোর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় তারা মহিপুর থানার ওসি খোন্দকার মোঃ আবুল খায়েরের স্বেচ্ছাচারীতা ও ক্ষমতার অপব্যাবহারের অভিযোগ এনে তার প্রতিবাদ জানান।

মানববন্ধনে পৌরসভার নির্বাহী কর্মকর্তা কাব্য লাল চক্রবর্তী জানান, ঈদ উপলক্ষে কুয়াকাটায় আগত পর্যটকদের ভ্রমণ নির্বিঘ্ন এবং যানজটমুক্ত রাখতে পুলিশের পাশপাশি নিরবিচ্ছিন্নভাবে কাজ করে আসছিল কুয়াকাটা পৌরসভার কর্মচারীরা। বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করতেই মহিপুর থানার ওসি পৌরসভার অফিস সহায়ক মোঃ ইউনুচকে চাঁদাবাজির অপবাদ দিয়ে আটক করে।

এদিকে এর আগে একই বিষয় নিয়ে কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পৌর কর্মচারীকে শারীরিক নির্যাতনেরও দাবি করা হয়। তারা এর প্রতিবাদ জানিয়ে কর্মবিরতিরও হুমকি দিয়েছেন।

এ বিষয়ে ওসি খোন্দকার মোঃ আবুল খায়ের শারীরিক নির্যাতনের অভিযোগ অস্বীকার করে জানান, যানবাহনে চাঁদাবাজি করছে কিনা জিজ্ঞাসাবাদের জন্য এক পৌর কর্মচারীকে থানায় ডেকে এনে পরে ছেড়ে দেয়া হয়েছে।

গত ১২ জুলাই থেকে কুয়াকাটায় পর্যটকের ব্যাপক উপস্থিতির ফলে যানবাহনের শৃঙ্খলা রক্ষায় কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, মহিপুর থানা ও কুয়াকাটা পৌরসভা একযোগে কাজ করে।

পৌর কর্মচারীকে আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার বলেন, ঈদের ছুটিকে সামনে রেখে এই কয়দিনে প্রায় লাখো পর্যটক এখানে আসছে। আমি আমার পৌরসভার লোকজন নিয়ে পটুয়াখালী জেলাপ্রশাসক মহোদয়, কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা যে নির্দেশনা দিয়েছেন সে অনুযায়ী কুয়াকাটা মহাসড়কে দিন-রাত পরিশ্রম করে যানজট থেকে মুক্ত করেছি।

তিনি আরও বলেন, ওসি অহেতুক মিথ্যা চাঁদাবাজির অপবাদ দিয়ে পৌরসভার কর্মচারীকে থানায় ধরে নিয়ে যে কাজ করেছে সে থেকে পৌর কর্মচারীগণ আর মহাসড়কে কোনো কর্মকাণ্ডে থাকবে না বলে জানিয়েছেন। তাই বর্তমানে সড়কে যানজট শুরু হয়ে গেছে।