নিখোঁজ পর্যটক ফিরোজ গলাচিপা উপজেলার আমখোলা ইউপির মৃত মিলন সিকদারের ছেলে। তিনি পেশায় একজন গার্মেন্টস ব্যবসায়ী।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ছয় বন্ধুকে নিয়ে কুয়াকাটায় বেড়াতে এসে হোটেল রয়েল প্যালেসে উঠেন ফিরোজ। পরে আজ দুপুরে বন্ধুদের নিয়ে সৈকতের জিরো পয়েন্টে সাঁতার কাটতে নামেন। এ সময় গোসল শেষে সবাই তীরে উঠে এলেও নিখোঁজ থাকেন তিনি ।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক জানান, এরই মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসেছেন। এছাড়া ফিরোজ সিকদারকে উদ্ধারে ট্যুরিস্ট পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ ইলিয়াস জানান, পর্যটক নিখোঁজের খবর শুনেছি। ঘটনাস্থলে আমাদের ডুবুরি দল পাঠানো হয়েছে।