কলাপাড়ায় মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল-এর ১ম মৃত্যুবার্ষিকী পালন

- আপডেটের সময় : ১১:২৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
- / ৬৮৪
রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় যমুনা গ্রুপের চেয়ারম্যান ও জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা সফল স্বপ্নসারথি বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম বাবুল-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলাপাড়া প্রেসক্লাব ও যুগান্তর স্বজন সমাবেশ কলাপাড়া শাখার আয়োজনে মঙ্গলবার বিকালে কলাপাড়া প্রেসক্লাব হল রুমে কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির-এর সভাপতিত্বে স্নরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া পৌর সভার মেয়র কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক শামসুল আলম, যুগান্তর কলাপাড়া প্রতিনিধি অমল মুখার্জী, মেজবাহউদ্দিন মাননু, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, জীবন কুমার মন্ডল, মহাসিন পারভেজ, নেছার উদ্দিন আহমেদ টিপু, আসাদুর রহমান, মোস্তাফিজুর রহমান সুজন মৃধা প্রমুখ।
আলোচনা সভা পরিচালনা করেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম মোশাররফ হোসেন মিন্টু। দোয়া মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক ফোরকান সিকদার।