উজিরপুরে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে যুবককে হত্যার চেষ্টা

- আপডেটের সময় : ১২:৫৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
- / ৬৬৩
বরিশাল প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরের নারায়ণপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে আল আমিন নামের এক যুবককে পরিকল্পিত ভাবে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে বানারীপাড়া হাসপাতালে আহত অবস্থায় ভর্তি নারায়নপূর সরদার বাড়ির আরিফুর রহমান সরদার ছেলে আল আমিন সরদার বলেন, গত রাত ৮.৩০ টায় আমি আমার ওষুধ নিয়ে বাড়ি রওয়ানা দিলে নারায়ণপুর স্কুলের পূর্ব পাশের সরদার বাড়ির রাস্তার মোড়ে আসলে সালাউদ্দিন সরদার, তার ছেলে মোজাম্মেল সরদার, সৌরভ সরদার, সাদ্দাম সরদার ও অজ্ঞান ২ জন ব্যক্তি আমার উপর অতর্কিত হামলা চালায় এবং গামছা দিয়ে আমার নাক, মুখ, মাথা আটকানোর চেষ্টা করে। সবাই মিলে আমাকে আটকে কিছুদূর নিয়ে যাবার পর আমি কোনো মতে ওদের হাত হতে ছুটে বাগান থেকে দৌঁড়ে পালানোর চেষ্টা করি এবং ডাক চিৎকার করলে এলাকাবাসি ও ভাড়াটিয়ারা এগিয়ে আসলে আমি ওদের হাত হতে রক্ষা পাই। আমার গায়ে থাকা গেঞ্জি ও পড়নের লুঙ্গি ওদের হাতে রয়ে যায়।
আল আমিনের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে। আল আমিন আরো জানায়, তার সাথে থাকা ৮০ হাজার টাকা ও মোবাইল ওরা ছিনিয়ে নেয়। রাত ১০ টার দিকে সাক্ষিরা তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।