ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শূন্য হৃদয়ের খাতা : মোঃ বেল্লাল হাওলাদার

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৫:৩৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
  • / ৭৯৭

কবিতা

শূন্য হৃদয়ের খাতা
মোঃ বেল্লাল হাওলাদার

হৃদয় করেছো ক্ষত, বোঝাতে পারিনি তোমায়
অন্তর তোমারা রূপের দহনে অনবরত জ্বলছে,
শত চাইলেও এ আগুন নেভাতে পারছিনা।
তোমার ছোট ছোট কথামালা আমায় ভালোবাসা শেখায়- শেখায় ইচ্ছা, কামনা, সাধনা ও বাসনা,
তবুও মনে হয়, ভালোবাসলেই কি সবাই আপন হয়?

ভালোবাসা তোমার কাছে ক্ষণিক মোহ
তোমার বিশ্বাসে ধরেছে অবিশ্বাসের ঘুনপোকা।
স্বার্থহীন ভালোবাসা আজ বিরল
আমার মনের ঘরে যে ভালোবাসার প্রদ্বীপ জ্বালিয়েছি,
সেই আগুনে শুধু পুড়েই গেলাম আমি।

বড্ড অভিমানি তুমি!
কে জানে এর রহস্য কোথায়? অভিমান দিয়ে
তোমাকে নারীতে ভূষিত করেছে‌ স্বয়ং সৃষ্টিকর্তা।
আমি নিজ চিন্তার প্রতিবাহক;
নিজেকে তালাশ করি তোমার মাঝে
তুমি শান্তির বাহিকা হয়ে আমাকে জ্বালাও-পোড়াও।
আমি সয়ে বেড়াই তোমার দেয়া হাজারো যন্ত্রণা।

তোমার লেখাগুলো পড়ে আছে এলোমেলোভাবে
স্মৃতিগুলো ভেসে বেড়ায় দু’চোখের কোনায়।
কত রাত জেগেছি, নিষ্পাপ ভালোবাসা দিয়ে
তোমায় কত ডেকেছি……সারা দাওনি তুমি।

যেখানে স্বার্থপরতা থাকে সেখানে ভালোবাসা থাকেনা,
____এই ভালোবাসা আমায় বারবার কাঁদায়
আমি কেঁদেই সুখ নেই, নিয়ে যাবো আজীবন,
না পাওয়ার বেদনার্ত সুর হৃদয়ের গহিনে বাজে
________তুমি শুনতে পাবে না কভু।

আমি তোমার কাছে ভালোবাসা পাইনি
পেয়েছি অবিশ্বাস,,পেয়েছি সস্তা ভালোবাসা,
ভালোবাসার মোহে পড়ে শুধুই কেঁদেছি।
_আমি মূল্যহীন এক পথিক;
আমাকে মূল্য দিয়ে তুলনা করা বোকামি।
আমার ভালোবাসা মূল্য দিয়ে কেনা যায় না
ভালোবাসা দাও বিনিময়ে পুরো পৃথিবী দিয়ে দেবো।

এত ভালোবাসেছি এত যত্ন করেছি
হিসাবের খাতা মেলে দেখি শূন্য পরে আছে খাতার পাতা___ভালোবাসা যেনো জলে ভাসা পদ্ম,
তলিয়ে যাবে মোহ শেষ হলে।

সর্বগুণের মাধুরী তুমি, রূপে গুণে গুণান্বিতা
আমি তোমার কল্যাণ চাই…..চিরকল্যাণ।

আমার ভালোবাসা দিয়ে ফিরাতে চেয়েছি তোমায়
বারবার চলে গেছো আঘাত দিয়ে……..
তাই আমি সরে গেলাম তোমার পথ থেকে,
তোমার রূপের আলো ছড়াও তুমি অন্য কারো উঠোনে।



নিউজটি শেয়ার করুন








শূন্য হৃদয়ের খাতা : মোঃ বেল্লাল হাওলাদার

আপডেটের সময় : ০৫:৩৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১

শূন্য হৃদয়ের খাতা
মোঃ বেল্লাল হাওলাদার

হৃদয় করেছো ক্ষত, বোঝাতে পারিনি তোমায়
অন্তর তোমারা রূপের দহনে অনবরত জ্বলছে,
শত চাইলেও এ আগুন নেভাতে পারছিনা।
তোমার ছোট ছোট কথামালা আমায় ভালোবাসা শেখায়- শেখায় ইচ্ছা, কামনা, সাধনা ও বাসনা,
তবুও মনে হয়, ভালোবাসলেই কি সবাই আপন হয়?

ভালোবাসা তোমার কাছে ক্ষণিক মোহ
তোমার বিশ্বাসে ধরেছে অবিশ্বাসের ঘুনপোকা।
স্বার্থহীন ভালোবাসা আজ বিরল
আমার মনের ঘরে যে ভালোবাসার প্রদ্বীপ জ্বালিয়েছি,
সেই আগুনে শুধু পুড়েই গেলাম আমি।

বড্ড অভিমানি তুমি!
কে জানে এর রহস্য কোথায়? অভিমান দিয়ে
তোমাকে নারীতে ভূষিত করেছে‌ স্বয়ং সৃষ্টিকর্তা।
আমি নিজ চিন্তার প্রতিবাহক;
নিজেকে তালাশ করি তোমার মাঝে
তুমি শান্তির বাহিকা হয়ে আমাকে জ্বালাও-পোড়াও।
আমি সয়ে বেড়াই তোমার দেয়া হাজারো যন্ত্রণা।

তোমার লেখাগুলো পড়ে আছে এলোমেলোভাবে
স্মৃতিগুলো ভেসে বেড়ায় দু’চোখের কোনায়।
কত রাত জেগেছি, নিষ্পাপ ভালোবাসা দিয়ে
তোমায় কত ডেকেছি……সারা দাওনি তুমি।

যেখানে স্বার্থপরতা থাকে সেখানে ভালোবাসা থাকেনা,
____এই ভালোবাসা আমায় বারবার কাঁদায়
আমি কেঁদেই সুখ নেই, নিয়ে যাবো আজীবন,
না পাওয়ার বেদনার্ত সুর হৃদয়ের গহিনে বাজে
________তুমি শুনতে পাবে না কভু।

আমি তোমার কাছে ভালোবাসা পাইনি
পেয়েছি অবিশ্বাস,,পেয়েছি সস্তা ভালোবাসা,
ভালোবাসার মোহে পড়ে শুধুই কেঁদেছি।
_আমি মূল্যহীন এক পথিক;
আমাকে মূল্য দিয়ে তুলনা করা বোকামি।
আমার ভালোবাসা মূল্য দিয়ে কেনা যায় না
ভালোবাসা দাও বিনিময়ে পুরো পৃথিবী দিয়ে দেবো।

এত ভালোবাসেছি এত যত্ন করেছি
হিসাবের খাতা মেলে দেখি শূন্য পরে আছে খাতার পাতা___ভালোবাসা যেনো জলে ভাসা পদ্ম,
তলিয়ে যাবে মোহ শেষ হলে।

সর্বগুণের মাধুরী তুমি, রূপে গুণে গুণান্বিতা
আমি তোমার কল্যাণ চাই…..চিরকল্যাণ।

আমার ভালোবাসা দিয়ে ফিরাতে চেয়েছি তোমায়
বারবার চলে গেছো আঘাত দিয়ে……..
তাই আমি সরে গেলাম তোমার পথ থেকে,
তোমার রূপের আলো ছড়াও তুমি অন্য কারো উঠোনে।