চার সিনিয়রকে একসাথে পেয়ে প্রেরণা পাচ্ছেন সাইফ

- আপডেটের সময় : ০৯:১৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
- / ৬৫১
ইব্রাহিম খলিলুল্লাহ, ক্রীড়া প্রতিবেদক: জাতীয় দলের হয়ে চারটি টেস্ট খেলা হলেও সাইফ হাসান জাতীয় দলের সঙ্গী অনেক দিন ধরেই। তবে এই দীর্ঘ যাত্রায় দলের চার সিনিয়র ক্রিকেটারকে একসাথে পাওয়া হয়নি কখনও। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে এবারই প্রথম দেখছেন একই ছাদের নিচে।
তাসকিনের ‘৪’ উইকেট, বাংলাদেশের আক্রমণাত্মক সূচনা আর তাদের ছায়াতলে থাকতে পেরে বেশ উচ্ছ্বসিত তরুণ এই ওপেনার। জানালেন, চার সিনিয়রকে একসঙ্গে পেয়ে শেখার সুযোগ পাচ্ছেন তরুণরা।
তিনি বলেন, ‘জাতীয় দলে যোগ দেওয়ার পর আগে কখনও চার সিনিয়রকে একসাথে পাইনি, এবারই প্রথম পাচ্ছি সবাইকে। এটা খুব সহায়ক ও প্রেরণাদায়ক হবে তরুণদের জন্য।’
অবশ্য তরুণ হোন বা সিনিয়র ক্রিকেটার- শেখার কথা মূলত কোচের কাছ থেকে। টাইগারদের ব্যাটিং কোচ ছিলেন না দীর্ঘদিন। গত এক বছরে অনেককে নিয়েই চলেছে ভাবনা-চিন্তা, তবে কেউই থিতু হতে পারেননি।
আগামী দিনগুলোর কথা ভেবে বিসিবি নিয়োগ দিয়েছে সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার অ্যাশওয়েল প্রিন্সকে, যিনি এসাইনমেন্ট হিসেবে পাচ্ছেন জিম্বাবুয়ে সফর। সাইফ জানালেন, একসাথে অনুশীলনে মাত্র একদিন কাজ করলেও ব্যাটিং কোচের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।
তিনি বলেন, ‘ব্যাটিং কোচের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। যে দলে খেলেছে সেখানে অনেক কিংবদন্তি ছিলেন। কেবল একদিন কাজ করার সুযোগ পেয়েছি। আশা করি ভালো কিছু শিখতে পারব।’