খাদ্য অধিদফতরের প্রবেশপত্র ডাউনলোড করতে না পারলে যা করবেন

নিউজ রুম
- আপডেটের সময় : ০২:১৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
- / ৬১৫
চাকরি ডেস্কঃ খাদ্য অধিদফতরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ ডিসেম্বর। এরআগে প্রতিষ্ঠানটি প্রার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে। এতে বিকল্প উপায় প্রবেশপত্র সংগ্রহের কথাও উল্লেখ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির উপপরিচালক মামুন আল মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত http://admit.dgfood.gov.bd/ এই ঠিকানা থেকে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। তবে প্রবেশপত্র ডাউনলোডে সমস্যা হলে হটলাইন ০১৭০৬৫০৪১৬৯ ও ০১৩০৫৭০৩৮৭৪ নম্বরে যোগাযোগ করতে হবে।
এতে আরও বলা হয়েছে, প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্র রঙিন প্রিন্ট করতে হবে। রঙিন প্রিন্ট ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।
বিজ্ঞপ্তি অনুসারে এবারের নিয়োগ পরীক্ষা ২৮টি জেলায় অনুষ্ঠিত হবে।