ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আগামী জুনে উদ্বোধন হবে পদ্মা সেতু: ওবায়দুল কাদের

নিউজ রুম
  • আপডেটের সময় : ১০:২১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
  • / ৬৩০

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ॥ ফাইল ফটো

ডেস্ক রিপোর্টঃ উন্নয়ন কাজের মাধ্যমে কারো পকেট ভারী করার সুযোগ নেই। শতভাগ স্বচ্ছতার সাথে কাজ করতে হবে বলে সতর্ক করে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, আগামী বছরের জুনে উদ্বোধন করা হবে পদ্মা সেতু। বঙ্গবন্ধু কর্ণফুলী টানেলও চালু হবে ২০২২ সালে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের উদ্বোধনে তিনি এসব কথা বলেন। কোনো অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। এসময় এক্সপ্রেসওয়ের কাজ চললেও জনগণের যেন ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখার তাগিদ দেন ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, এক্সপ্রেসওয়ে প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৯০০ কোটি টাকা। ২০২৬ সালের জুন মাসে এ প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।



নিউজটি শেয়ার করুন








আগামী জুনে উদ্বোধন হবে পদ্মা সেতু: ওবায়দুল কাদের

আপডেটের সময় : ১০:২১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১

ডেস্ক রিপোর্টঃ উন্নয়ন কাজের মাধ্যমে কারো পকেট ভারী করার সুযোগ নেই। শতভাগ স্বচ্ছতার সাথে কাজ করতে হবে বলে সতর্ক করে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, আগামী বছরের জুনে উদ্বোধন করা হবে পদ্মা সেতু। বঙ্গবন্ধু কর্ণফুলী টানেলও চালু হবে ২০২২ সালে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের উদ্বোধনে তিনি এসব কথা বলেন। কোনো অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। এসময় এক্সপ্রেসওয়ের কাজ চললেও জনগণের যেন ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখার তাগিদ দেন ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, এক্সপ্রেসওয়ে প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৯০০ কোটি টাকা। ২০২৬ সালের জুন মাসে এ প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।