ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পাথরঘাটায় সরকারি সেবাদানকারীদের সাথে সংলাপ অনুষ্ঠিত

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৭:২৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / ৫৬৬

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আজ সকালে পাথরঘাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এনএসএস-এর উদ্যোগে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায়, সুইডেন সরকারের আর্থিক সহায়তায় বাস্তবায়িত সিআরইএ প্রকল্পের আওতায় সরকারি সেবাদানকারী ও বিভিন্ন অংশীজনের সাথে এক সংলাপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মুনিরুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী নাহিদ সুলতানা লাকি এবং উপপরিদর্শক ভাস্বর চন্দ্র।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিআরইএ প্রকল্পের সমন্বয়কারী নারগিস পারভিন মুক্তি, গ্রুপ সদস্য লিজা খাতুন, পাপড়ি রানী ও কবির হোসেন।

সংলাপে অংশগ্রহণকারীরা বেড়িবাঁধ নির্মাণ, স্লুইসগেট মেরামত, সুপেয় পানির ব্যবস্থা, সাইক্লোন আশ্রয়কেন্দ্র সংস্কার ও রক্ষণাবেক্ষণ, বাল্যবিবাহ বন্ধ, সহজলভ্য চিকিৎসা সেবা নিশ্চিতকরণসহ সরকারি সেবায় প্রবেশাধিকারের নানা দাবি উপস্থাপন করেন। এছাড়া জেলে সম্প্রদায়ের জীবিকা সুরক্ষায় মাছ ধরা নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে কাজ ও খাদ্য সহায়তা প্রদানেরও জোর দাবি জানান তারা।



নিউজটি শেয়ার করুন








পাথরঘাটায় সরকারি সেবাদানকারীদের সাথে সংলাপ অনুষ্ঠিত

আপডেটের সময় : ০৭:২৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আজ সকালে পাথরঘাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এনএসএস-এর উদ্যোগে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায়, সুইডেন সরকারের আর্থিক সহায়তায় বাস্তবায়িত সিআরইএ প্রকল্পের আওতায় সরকারি সেবাদানকারী ও বিভিন্ন অংশীজনের সাথে এক সংলাপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মুনিরুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী নাহিদ সুলতানা লাকি এবং উপপরিদর্শক ভাস্বর চন্দ্র।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিআরইএ প্রকল্পের সমন্বয়কারী নারগিস পারভিন মুক্তি, গ্রুপ সদস্য লিজা খাতুন, পাপড়ি রানী ও কবির হোসেন।

সংলাপে অংশগ্রহণকারীরা বেড়িবাঁধ নির্মাণ, স্লুইসগেট মেরামত, সুপেয় পানির ব্যবস্থা, সাইক্লোন আশ্রয়কেন্দ্র সংস্কার ও রক্ষণাবেক্ষণ, বাল্যবিবাহ বন্ধ, সহজলভ্য চিকিৎসা সেবা নিশ্চিতকরণসহ সরকারি সেবায় প্রবেশাধিকারের নানা দাবি উপস্থাপন করেন। এছাড়া জেলে সম্প্রদায়ের জীবিকা সুরক্ষায় মাছ ধরা নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে কাজ ও খাদ্য সহায়তা প্রদানেরও জোর দাবি জানান তারা।