আটোয়ারীতে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২, আটক ১
- আপডেটের সময় : ০৮:২৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / ৬৪৫
আটোয়ারী প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বড়সিংগিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত নছির উদ্দিনের ছেলে মো. তৈয়ব আলী (৬০) এর স্ত্রী মোসাম্মৎ আনোয়ারা বেগম (৫৫)-এর সঙ্গে সীমানা প্রাচীরের একটি গাছকে কেন্দ্র করে তর্কবিতর্ক শুরু হয়। এ সময় একই এলাকার মো. হবিবর রহমানের নির্দেশে তার বড় ছেলে মো. লুৎফর রহমান (২৫), মো. হানিফ (২২) ও মো. সুজন (২০) একত্রিত হয়ে তৈয়ব আলী ও তার স্ত্রীকে এলোপাথাড়ি মারধর করে। এক পর্যায়ে ঘটনাটি রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে তৈয়ব আলী ও তার স্ত্রী গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে আহতদের তৈয়ব আলীর বড় ছেলে মো. আনারুল ইসলাম (২৮) ও প্রতিবেশী নজরুল ইসলাম উদ্ধার করে দ্রুত আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে তৈয়ব আলীর মাথায় গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা আশঙ্কাজনক। তবে আনোয়ারা বেগমের অবস্থা স্থিতিশীল রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই ঘটনার বিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম সরকার জানান, ‘আমরা একটি এজাহার পেয়েছি। এজাহারের ভিত্তিতে হবিবর রহমানকে আটক করতে সক্ষম হয়েছি। বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে এবং খুব দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।’




















