ভোলায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- আপডেটের সময় : ০২:৫১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / ৭১০
ভোলা প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ভোলায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল ৭টায় ভোলা সদর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে, বেলা ১১টার দিকে চরফ্যাশন ও মনপুরা উপজেলায় এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় ভোলা সদর উপজেলায় প্রায় ৫০০টি, চরফ্যাশনে ৪০০টির মতো এবং মনপুরা উপজেলায় ১ হাজার উন্নত জাতের ফলজ গাছ বিতরণ করা হয়। বিতরণকৃত গাছের মধ্যে ছিল রুপালি, হাড়িভাঙা, ল্যাংড়া, ফজলি ও হিমসাগর আমগাছ, অধিক ফলনশীল বড়ই, পেয়ারা, লেবু এবং অন্যান্য দেশীয় ফলের গাছ।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের দাতব্য ও সমাজসেবা বিভাগের প্রকল্প নির্বাহী নাঈম হোসাইন বলেন, “গরমের তীব্রতা ও জলবায়ু পরিবর্তনের কারণে গাছ লাগানোর গুরুত্ব অনস্বীকার্য। সাধারণ মানুষের সহযোগিতায় আমরা দেশের প্রত্যন্ত এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে গাছ বিতরণ করছি। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি ও মানুষের কল্যাণের উদ্দেশ্যে গাছ লাগায়, এটি তার জন্য সাদাকায়ে জারিয়াহ হয়ে যায়। মৃত্যুর পরও এর সওয়াব প্রবাহিত হতে থাকে।”
তিনি আরো বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “যদি কোনো মুসলমান একটি বৃক্ষ রোপণ করে অথবা কোনো শস্য উৎপাদন করে এবং তা থেকে কোনো মানুষ, পাখি কিংবা পশু উপকৃত হয়, তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে।” (সহীহ বুখারী: হাদীস-২৩২০, সহীহ মুসলিম: হাদীস-১৫৫৩)।
উল্লেখ্য, বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিবছর সারাদেশে উন্নত জাতের ফলজ গাছ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। পরিবেশ রক্ষা ও দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক সংস্থান নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।




















