সিংড়ায় জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত
নিউজ রুম
- আপডেটের সময় : ১২:০২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / ৫৫২
সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় গণঅভ্যুত্থানের ১ বছর পূর্ণ উপলক্ষে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) বিকেলে সিংড়া বাসস্ট্যান্ড থেকে গণ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে জনসভায় মিলিত হয়।
উপজেলা জামায়াতের আমির আবম আমানুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, নাটোর – ৩ (সিংড়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর সাইদুর রহমান।
আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আফসার আলী, সেক্রেটারি এন্তাজ আলী, পৌর জামায়াতের আমির প্রভাষক সাদরুল উলা, সহকারী সেক্রেটারি আব্দুল মুন্নাফ প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন, নায়েবে আমীর মাওলানা আলী আকবর।




















