ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যৌতুক মামলা না তুললে গুম ও হত্যার হুমকি : শঙ্কায় সুমি ও তার পরিবার

এইচ এম মোশাররফ সুজন
  • আপডেটের সময় : ০৭:৩৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • / ৬২২

নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের এক গরিব পরিবার আজ চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। যৌতুক মামলার পর থেকেই হুমকির মুখে পড়েছেন ভুক্তভোগী সুমি (১৯) ও তার পরিবার।

সুমি তার স্বামী মো. সুমন (২৫), শ্বশুর মো. রুহুল আমিনসহ তিনজনকে আসামি করে যৌতুক ও নির্যাতনের অভিযোগে একটি মামলা করেন। বর্তমানে মামলাটি পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ বিচারাধীন রয়েছে (মামলা নং- সিআর ১৬/২০২৪)।

গত বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৪টায় ভুক্তভোগী সুমি অভিযোগ করে বলেন, ‘আমার স্বামী ও তার পরিবারের লোকজন মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। মামলা তুলে না নিলে আমার বাবাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এমনকি আমাকে গুম করার হুমকিও দিচ্ছে। একবার যদি আমাকে কৌশলে নিয়ে যেতে পারে, তাহলে আর খুঁজে পাওয়া যাবে না বলেও হুমকি দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমার মায়ের মাথার ওপর রাস্তা থেকে ইট তুলে নিক্ষেপ করেছে। আমরা গরিব মানুষ, বলে কি বিচার পাবো না?’

সুমির বাবা সহিদুল ইসলাম বলেন, ‘আমার জামাই সুমন তিন লাখ টাকা যৌতুক দাবি করে এবং বিভিন্ন সময় আমার মেয়ের ওপর শারীরিক নির্যাতন চালায়। শালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও তারা কোনো স্থানীয় সিদ্ধান্ত মানতে চায়নি। তাই বাধ্য হয়ে আমার মেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে। কিন্তু মামলা দায়েরের পর থেকে আমাদের পরিবার চরম হুমকির মধ্যে রয়েছে।’

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে অভিযুক্ত সুমন ঘুরিয়ে-পেঁচিয়ে বলেন, ‘আমার স্ত্রী যদি আসতে চায় আসবে, নইলে কাবিনের একটা টাকাও পাবে না।’

অন্যদিকে সুমনের মা মোসা. কোমেলা বেগম বলেন, ‘আমার ছেলের মতোই চলতে হবে। আমাদের মত মেনে চললে তবেই তাকে ঘরে তোলা সম্ভব।’

সুমি ও তার পরিবার প্রশাসনের কাছে নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।



নিউজটি শেয়ার করুন








যৌতুক মামলা না তুললে গুম ও হত্যার হুমকি : শঙ্কায় সুমি ও তার পরিবার

আপডেটের সময় : ০৭:৩৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের এক গরিব পরিবার আজ চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। যৌতুক মামলার পর থেকেই হুমকির মুখে পড়েছেন ভুক্তভোগী সুমি (১৯) ও তার পরিবার।

সুমি তার স্বামী মো. সুমন (২৫), শ্বশুর মো. রুহুল আমিনসহ তিনজনকে আসামি করে যৌতুক ও নির্যাতনের অভিযোগে একটি মামলা করেন। বর্তমানে মামলাটি পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ বিচারাধীন রয়েছে (মামলা নং- সিআর ১৬/২০২৪)।

গত বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৪টায় ভুক্তভোগী সুমি অভিযোগ করে বলেন, ‘আমার স্বামী ও তার পরিবারের লোকজন মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। মামলা তুলে না নিলে আমার বাবাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এমনকি আমাকে গুম করার হুমকিও দিচ্ছে। একবার যদি আমাকে কৌশলে নিয়ে যেতে পারে, তাহলে আর খুঁজে পাওয়া যাবে না বলেও হুমকি দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমার মায়ের মাথার ওপর রাস্তা থেকে ইট তুলে নিক্ষেপ করেছে। আমরা গরিব মানুষ, বলে কি বিচার পাবো না?’

সুমির বাবা সহিদুল ইসলাম বলেন, ‘আমার জামাই সুমন তিন লাখ টাকা যৌতুক দাবি করে এবং বিভিন্ন সময় আমার মেয়ের ওপর শারীরিক নির্যাতন চালায়। শালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও তারা কোনো স্থানীয় সিদ্ধান্ত মানতে চায়নি। তাই বাধ্য হয়ে আমার মেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে। কিন্তু মামলা দায়েরের পর থেকে আমাদের পরিবার চরম হুমকির মধ্যে রয়েছে।’

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে অভিযুক্ত সুমন ঘুরিয়ে-পেঁচিয়ে বলেন, ‘আমার স্ত্রী যদি আসতে চায় আসবে, নইলে কাবিনের একটা টাকাও পাবে না।’

অন্যদিকে সুমনের মা মোসা. কোমেলা বেগম বলেন, ‘আমার ছেলের মতোই চলতে হবে। আমাদের মত মেনে চললে তবেই তাকে ঘরে তোলা সম্ভব।’

সুমি ও তার পরিবার প্রশাসনের কাছে নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।