ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সন্ত্রাসবিরোধী মামলায় আমতলী পৌর যুবলীগ সভাপতি গ্রেফতার

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৮:৪০:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • / ৫৮২

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় বরগুনার আমতলী পৌর যুবলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মোঃ আরিফুল হাসান আরিফকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা পুলিশ উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকা থেকে তাকে আটক করে। বিষয়টি আমতলী থানা নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ জুলাই ২০২৫ তারিখে ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় অ্যাডভোকেট আরিফুল হাসান আরিফকে এজাহারনামীয় আসামি করা হয়। মামলাটি ভাটারা থানার ২৪ নম্বর হিসেবে নথিভুক্ত রয়েছে। এরপর, ভাটারা থানা থেকে আমতলী থানাকে তাকে গ্রেফতারের অনুরোধ জানানো হয়। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে আমতলী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান বলেন, ‘ঢাকা ডিএমপি ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় আসামি হওয়ায়, ওই থানার অনুরোধে আমরা তাকে গ্রেফতার করেছি এবং আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছি।’

তিনি আরও জানান, আদালতের নির্দেশে আসামিকে পরবর্তী সময়ে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।



নিউজটি শেয়ার করুন








সন্ত্রাসবিরোধী মামলায় আমতলী পৌর যুবলীগ সভাপতি গ্রেফতার

আপডেটের সময় : ০৮:৪০:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় বরগুনার আমতলী পৌর যুবলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মোঃ আরিফুল হাসান আরিফকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা পুলিশ উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকা থেকে তাকে আটক করে। বিষয়টি আমতলী থানা নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ জুলাই ২০২৫ তারিখে ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় অ্যাডভোকেট আরিফুল হাসান আরিফকে এজাহারনামীয় আসামি করা হয়। মামলাটি ভাটারা থানার ২৪ নম্বর হিসেবে নথিভুক্ত রয়েছে। এরপর, ভাটারা থানা থেকে আমতলী থানাকে তাকে গ্রেফতারের অনুরোধ জানানো হয়। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে আমতলী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান বলেন, ‘ঢাকা ডিএমপি ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় আসামি হওয়ায়, ওই থানার অনুরোধে আমরা তাকে গ্রেফতার করেছি এবং আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছি।’

তিনি আরও জানান, আদালতের নির্দেশে আসামিকে পরবর্তী সময়ে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।