কাউনিয়ায় উপজেলা পর্যায়ে সেরা ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান
- আপডেটের সময় : ০৪:৩৬:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / ৬১৩
কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল, এইচএসসি ও আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে উপজেলা পর্যায়ে সেরা ফলাফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক ‘পারফরম্যান্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম’-এর আওতায় ২০২২ ও ২০২৩ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার এবং উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলী এবং সঞ্চালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান আজাদ।
প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার, সমাজসেবা কর্মকর্তা মো. সামিউল আলমসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, মাদ্রাসা ও কলেজের অধ্যক্ষ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যাদের সম্মাননা দেওয়া হলো, তারা শুধু নিজেদের নয়, পুরো উপজেলার মুখ উজ্জ্বল করেছে। তাদের জন্য এই স্বীকৃতি একটি প্রেরণা। এই সম্মাননা কোনো প্রতিযোগিতার শেষ নয়, বরং একটি যাত্রার শুরু। তোমরা শুধু পরীক্ষায় নয়, জীবনের সব ক্ষেত্রেই যেন শ্রেষ্ঠ হও— সেটাই আমাদের প্রত্যাশা। শিক্ষা শুধু ডিগ্রি নয়, এটি হলো মানুষের চরিত্র গঠনের হাতিয়ার। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের হাত ধরেই আগামী দিনে দেশ পরিচালিত হবে। তাই শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া করার জন্য আহ্বান জানান বক্তারা।
কাউনিয়া মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এসএসসি, এইচএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় যারা উপজেলা পর্যায়ে সর্বোচ্চ নম্বর পেয়েছে, তাদের মধ্যে কাউনিয়া থেকে ৩৮ জন শিক্ষার্থীকে শিক্ষা বোর্ড কর্তৃক এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়।




















