মহিপুরে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান
- আপডেটের সময় : ০৯:০০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / ৫৪৮
মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে “শিশু অধিকার জানি, অন্যকে জানাই” এই স্লোগানকে সামনে রেখে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকাল ৩টায় বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ, কলাপাড়া সিডিপির উদ্যোগে সিডিপি অফিস সংলগ্ন মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য ও প্রোগ্রামের উদ্দেশ্য তুলে ধরেন সিডিপি ম্যানেজার দীপক কুমার দাস। তিনি বলেন, ‘শিশুদের অধিকার রক্ষায় পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে একযোগে এগিয়ে আসতে হবে। গুড নেইবারস এ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।’
অনুষ্ঠানে সিডিপি প্রোগ্রাম ফ্যাসিলিটেটর দীনা রিছিলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিডিপি মেডিকেল অফিসার ডা. ব্রাইন ভিনসেন্ট, হেলথ অফিসার পঙ্কজ কুমার বিশ্বাস ও অ্যাডমিন ম্যানেজার সুমন ডায়েস, স্বেচ্ছাসেবক জিহাদ, সানজিদা ও অন্তু প্রমুখ।
আয়োজনের মূল আকর্ষণ ছিল শিশু অধিকারের উপর জারি গান ও নাটিকা পরিবেশন। কলাপাড়া উপকূলীয় থিয়েটার গ্রুপের মনোমুগ্ধকর পরিবেশনায় উপস্থিত সকলেই শিশু অধিকারের বিষয়টি সহজভাবে উপলব্ধি করেন।
প্রচারাভিযানে শিশু অধিকার বিষয়ে বক্তব্য রাখেন সিডিপি নেইচার অ্যান্ড পিচ ক্লাবের সভাপতি ফাতেমা। তিনি বলেন, ‘শিশুরা দেশের ভবিষ্যৎ, তাদের সুস্থ মানসিক ও সামাজিক বিকাশের জন্য অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি।’
অনুষ্ঠানের শেষ অংশে ৩০০ শিশুকে একটি করে পানির মগ উপহার দেওয়া হয়। এসময় শিশুদের মুখে আনন্দের ঝিলিক দেখা যায়।
এই আয়োজন শিশুদের মাঝে তাদের অধিকার সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি, স্থানীয় পর্যায়ে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে বলে মনে করেন আয়োজকরা।




















