মহিপুরে ৬৪০ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক
নিউজ রুম
- আপডেটের সময় : ০৯:৪৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / ৫৮৫
মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে ৬৪০ পিস ইয়াবাসহ সুমন হাওলাদার (৩৯) নামে এক মাদককারবারীকে আটক করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহিপুর বাজারস্থ নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানা পুলিশ। এ সময় তার শয়নকক্ষ থেকে কাগজে মোড়ানো ৬৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত সুমন ওই এলাকার তৈয়ব আলী হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সুমন মহিপুর থানা এলাকার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তার গতিবিধির উপর নজরদারি রেখে তাকে গ্রেফতার করে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।’




















