মধুপুরে জাতীয় সাংবাদিক সংস্থার নবগঠিত কমিটির অনুমোদন
- আপডেটের সময় : ০৯:৫৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
- / ৫৬৮
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে জাতীয় সাংবাদিক সংস্থা, মধুপুর উপজেলা ইউনিটের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আব্দুল হামিদকে সভাপতি ও বাবুল রানাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে কমিটির অনুমোদন দিয়েছে জেলা কমিটি।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে মধুপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত বর্ধিত সভায় আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা, টাঙ্গাইল জেলা কমিটির আহ্বায়ক এম. মাছুদুর রহমান মিলন। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সদস্যসচিব সৈয়দ নাজমুল হোসেন।
এছাড়াও সভায় ঘাটাইল উপজেলা ইউনিটের সভাপতি আশরাফুল আরিফ, সাধারণ সম্পাদক ইয়াসিন হাসানসহ মধুপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।




















