ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আত্রাইয়ে পল্লী উন্নয়ন সংস্থা পূর্ণিমার গাছের চারা বিতরণ

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৮:৫০:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / ৬২৯

নওগাঁ সংবাদদাতা: “এসো তরুণ প্রজন্ম শপথ করি, বৃক্ষ রোপণে দেশ গড়ি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলায় ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছে বে-সরকারি উন্নয়ন সংস্থা পল্লী উন্নয়ন সংস্থা পূর্ণিমা।

শনিবার (২৮ জুন) জাতীয় পরিবেশ দিবস উপলক্ষে তিনদিনব্যাপী আয়োজিত কর্মসূচির শেষ দিনে গাছের চারা রোপণ ও বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন ইউনাইটেড প্রেস ক্লাব, আত্রাই, নওগাঁর সভাপতি ও সাংবাদিক কামালউদ্দিন টগর।

গাছ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এস. এম. হাসান সেন্টু, স্থানীয় সমাজসেবক মো. ময়েজ উদ্দিন শেখ, মো. লিমন সরদার, মো. ইউনুস আলী, মো. সানোয়ার হোসেন শিহাবসহ অনেকে।

পল্লী উন্নয়ন সংস্থা পূর্ণিমার পক্ষ থেকে জানানো হয়, উপজেলার মনিয়ারী ইউনিয়নের মাড়িয়া, কচুয়া ও জালুপোঁয়াতা—এই তিনটি গ্রামের স্থানীয় বাসিন্দাদের মাঝে এক হাজারের বেশি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

সংস্থার ব্যবস্থাপনা পরিচালক এস. এম. হাসান সেন্টু বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের পাশাপাশি আমাদের এ ধরণের কর্মসূচি প্রতিবছর পালন করা হয়ে থাকে। আগামীতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।’



নিউজটি শেয়ার করুন








আত্রাইয়ে পল্লী উন্নয়ন সংস্থা পূর্ণিমার গাছের চারা বিতরণ

আপডেটের সময় : ০৮:৫০:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

নওগাঁ সংবাদদাতা: “এসো তরুণ প্রজন্ম শপথ করি, বৃক্ষ রোপণে দেশ গড়ি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলায় ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছে বে-সরকারি উন্নয়ন সংস্থা পল্লী উন্নয়ন সংস্থা পূর্ণিমা।

শনিবার (২৮ জুন) জাতীয় পরিবেশ দিবস উপলক্ষে তিনদিনব্যাপী আয়োজিত কর্মসূচির শেষ দিনে গাছের চারা রোপণ ও বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন ইউনাইটেড প্রেস ক্লাব, আত্রাই, নওগাঁর সভাপতি ও সাংবাদিক কামালউদ্দিন টগর।

গাছ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এস. এম. হাসান সেন্টু, স্থানীয় সমাজসেবক মো. ময়েজ উদ্দিন শেখ, মো. লিমন সরদার, মো. ইউনুস আলী, মো. সানোয়ার হোসেন শিহাবসহ অনেকে।

পল্লী উন্নয়ন সংস্থা পূর্ণিমার পক্ষ থেকে জানানো হয়, উপজেলার মনিয়ারী ইউনিয়নের মাড়িয়া, কচুয়া ও জালুপোঁয়াতা—এই তিনটি গ্রামের স্থানীয় বাসিন্দাদের মাঝে এক হাজারের বেশি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

সংস্থার ব্যবস্থাপনা পরিচালক এস. এম. হাসান সেন্টু বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের পাশাপাশি আমাদের এ ধরণের কর্মসূচি প্রতিবছর পালন করা হয়ে থাকে। আগামীতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।’