ঢাকা ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মধুপুরে ঘোড়া জবাই করে মাংস প্রস্তুতের সময় হাতেনাতে আটক ১, উদ্ধার ৭ জীবিত ঘোড়া

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৩:১৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / ৫৫৮

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে লালমাটির শাল-গজারী বনের গহীনে ঘোড়া জবাই করে মাংস প্রস্তুতের সময় হাতেনাতে একজনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৭টি জীবিত ঘোড়া, ৪টি জবাইকৃত ঘোড়া, জবাইয়ের সরঞ্জাম, বরফ, লবণসহ অন্যান্য মাংস সংরক্ষণ উপকরণ।

পুলিশ জানায়, গতকাল গভীর রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর বনাঞ্চলের মোনারবাইদ এলাকায় এই ঘটনা ঘটে। মধুপুর থানার অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র পাইনের নেতৃত্বে পুলিশ দল বিশেষ অভিযান চালিয়ে ঘটনাস্থল ঘিরে ফেলে। পুলিশ উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আজাদ মিয়া (৫৫) নামে একজনকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে এক অটোরিকশা চালক খবর দেন—ঘোড়া ভর্তি দুটি ট্রলি বনের গভীরে প্রবেশ করছে। এতে সন্দেহ হলে স্থানীয় যুবক শহিদুল ইসলাম, হাবিবুর রহমান, জহিরুল, শাহীন ও বাবুল মিয়া বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ পঁচিশ মাইল বাজার এলাকা থেকে অভিযান শুরু করে এবং রাত ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ বলছে, এটি একটি সংঘবদ্ধ চক্র। তারা দীর্ঘদিন ধরেই এভাবে অবৈধভাবে ঘোড়া জবাই করে মাংস পাচার করে আসছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

এ বিষয়ে মধুপুর থানার ওসি (ভারপ্রাপ্ত) বলেন, “বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। উদ্ধারকৃত ঘোড়াগুলো নিরাপদ স্থানে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা এই চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।



নিউজটি শেয়ার করুন








মধুপুরে ঘোড়া জবাই করে মাংস প্রস্তুতের সময় হাতেনাতে আটক ১, উদ্ধার ৭ জীবিত ঘোড়া

আপডেটের সময় : ০৩:১৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে লালমাটির শাল-গজারী বনের গহীনে ঘোড়া জবাই করে মাংস প্রস্তুতের সময় হাতেনাতে একজনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৭টি জীবিত ঘোড়া, ৪টি জবাইকৃত ঘোড়া, জবাইয়ের সরঞ্জাম, বরফ, লবণসহ অন্যান্য মাংস সংরক্ষণ উপকরণ।

পুলিশ জানায়, গতকাল গভীর রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর বনাঞ্চলের মোনারবাইদ এলাকায় এই ঘটনা ঘটে। মধুপুর থানার অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র পাইনের নেতৃত্বে পুলিশ দল বিশেষ অভিযান চালিয়ে ঘটনাস্থল ঘিরে ফেলে। পুলিশ উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আজাদ মিয়া (৫৫) নামে একজনকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে এক অটোরিকশা চালক খবর দেন—ঘোড়া ভর্তি দুটি ট্রলি বনের গভীরে প্রবেশ করছে। এতে সন্দেহ হলে স্থানীয় যুবক শহিদুল ইসলাম, হাবিবুর রহমান, জহিরুল, শাহীন ও বাবুল মিয়া বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ পঁচিশ মাইল বাজার এলাকা থেকে অভিযান শুরু করে এবং রাত ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ বলছে, এটি একটি সংঘবদ্ধ চক্র। তারা দীর্ঘদিন ধরেই এভাবে অবৈধভাবে ঘোড়া জবাই করে মাংস পাচার করে আসছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

এ বিষয়ে মধুপুর থানার ওসি (ভারপ্রাপ্ত) বলেন, “বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। উদ্ধারকৃত ঘোড়াগুলো নিরাপদ স্থানে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা এই চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।