মিরসরাইয়ে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, পুলিশের ধারণা পারিবারিক হত্যাকাণ্ড
- আপডেটের সময় : ১১:৪০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- / ৫৭২
মিরসরাই প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বদ্ধ ভবানী এলাকায় ৮৫ বছর বয়সী এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে নিজ বাড়ি থেকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় বৃদ্ধ ফয়েজ আহমদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি পারিবারিক হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহত ফয়েজ আহমদ বদ্ধ ভবানী বিজিবি ক্যাম্পের সামনের বাড়িতে তার চতুর্থ স্ত্রী ফিরোজা বেগমের সঙ্গে বসবাস করতেন। আগের তিন স্ত্রীর ঘরে তার ৮ সন্তান রয়েছে, যারা সবাই আলাদা থাকেন।
নিহতের স্ত্রী ফিরোজা বলেন, ‘আমি ধাত্রী হিসেবে পাশের বাড়িতে একজন প্রসূতির কাছে ছিলাম। রাত ১২টার দিকে আমি এবং আমার বোন ছেমনা সেখানে যাই। ফজরের আজানের সময় বাড়ি ফিরে দেখি আমার স্বামী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। প্রথমে ভাবছিলাম অজ্ঞান হয়ে পড়েছেন, পরে বুঝি তিনি মারা গেছেন। সঙ্গে সঙ্গে বিজিবি ক্যাম্পে জানাই এবং প্রতিবেশীদের খবর দিই।’
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ঘরের মেঝেতে রক্তের দাগ, উল্টে পড়া বিছানা এবং এলোমেলো কাগজপত্রের ছড়াছড়ি। আলমারিতে জমি-জায়গার কাগজপত্র সংরক্ষিত ছিল বলে জানা যায়, তবে নিহতের দুই ছেলে কাগজগুলো নিজেদের কাছে নিয়ে গেছেন।
নিহতের ছেলে শাহ আলম ও আলমগীর হোসেন বলেন, ‘গত দেড় মাস ধরে বাবার চতুর্থ স্ত্রী ফিরোজা ও তার বোন ছেমনা বাড়িতে থাকতেন। ঘটনার রাতে তারা বাইরে ছিলেন। সুযোগ পেয়ে কেউ আমার বাবাকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।’
ফয়েজ আহমদের ছোট ভাই মোহাম্মদ মাসুদের ভাষ্য, এটি পরিকল্পিত হত্যা। তবে কারা বা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা আমরা জানি না।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমেদ ও জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।
ওসি আব্দুল হালিম বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করি এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাই। ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। এটি পারিবারিক বিরোধজনিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।’




















