কলাপাড়ায় কোডেক-এর মৎস্য প্রশিক্ষণ ও সম্মাননা প্রদান
- আপডেটের সময় : ০৯:৩০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- / ৫৫৯
কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর উদ্যোগে এবং পিকেএসএফ-এর আরএমটিপি (ফিস) প্রকল্পের অর্থায়নে নিরাপদ ও মানসম্মত মৎস্য উৎপাদন নিশ্চিত করতে চাষীদের প্রশিক্ষণ এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বুধবার (২৫ জুন) বিকেল ৪টায় কলাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোডেক-এর কলাপাড়া এলাকার এলাকা ব্যবস্থাপক মো. ইসমাইল শেখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা ও কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ূন কবীর।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ‘সঠিক পদ্ধতিতে মাছ চাষ করলে স্থানীয়ভাবে চাহিদা মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানি সম্ভব। প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন চাষী ও সেবা প্রদানকারীর মাধ্যমে অন্যান্য ইউনিয়নের আরও চাষীরা উদ্বুদ্ধ হবেন এবং সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবেন।’
প্রেসক্লাব সভাপতি হুমায়ূন কবীর কোডেক-এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং অতীতে কোডেক-এর সাথে কাজ করার অভিজ্ঞতার স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্পের ভিসিএফ মো. কামরুজ্জামান, মনিটরিং কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, এভিসিএফ মো. কিবরিয়া সম্রাট। উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কুয়াকাটা প্রতিনিধি ফরিদউদ্দিন বিপু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, বাংলা টিভির প্রতিনিধি মো. মনির হাওলাদার, দৈনিক দক্ষিণাঞ্চলের প্রতিনিধি ইমন আল আহসান।
প্রশিক্ষণপ্রাপ্ত এক নারী উদ্যোক্তা বলেন, ‘এই প্রশিক্ষণে অংশ নিয়ে আমি আত্মবিশ্বাসী হয়েছি। এখন আমি নিরাপদ ব্যবস্থাপনায় শুঁটকি উৎপাদন করছি।’
এক চাষী বলেন, ‘আগে প্রচলিত পদ্ধতিতে চাষ করতাম, ফলন কম হতো। এখন নিরাপদ খাদ্য ব্যবহারে মাছের দ্রুত বৃদ্ধি নিশ্চিত করতে পারছি।’
সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সাথে পরিচালনা করেন কোডেক-এর শাখা ব্যবস্থাপক মো. এনামুল হোসেন। অনুষ্ঠানের শেষপর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন মৎস্যচাষী ও সেবা প্রদানকারীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
স্থানীয় পর্যায়ে মৎস্যচাষে প্রযুক্তির ব্যবহার এবং নিরাপদ উৎপাদন পদ্ধতি ছড়িয়ে দিতে কোডেক-এর এই ধরনের উদ্যোগ প্রশংসার দাবিদার বলে অভিমত দেন সকলে।




















