ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াকাটায় জলবায়ু অভিযোজন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৭:৫৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / ৬২৮

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ কুয়াকাটায় জলবায়ু অভিযোজন ও অভিবাসনবান্ধব শহর গড়ার লক্ষ্যে ব্র্যাকের উদ্যোগে এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) কুয়াকাটার খান প্যালেস হোটেলের অডিটোরিয়ামে ‘বিল্ডিং ক্লাইমেট রেসিলিয়েন্ট মাইগ্রেন্ট ফ্রেন্ডলি টাউন থ্রু লোকালি লেড এডাপটেশন ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

আয়োজিত এ কর্মশালায় কলাপাড়া উপজেলার সমবায় অফিসার মো. আব্বাস আলীর সভাপতিত্বে ও প্রকল্প ব্যবস্থাপক মো. কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক মো. ইয়াসীন সাদেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোতালেব শরীফ, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ, ব্র্যাক ও আইসিসিসিএডির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গবেষকরা।

প্রকল্প ব্যবস্থাপক মো. কামাল হোসেন জানান, ২০২৩ সালে শুরু হওয়া এ প্রকল্পটি ২০২৫ সালের ৩১ জুলাই শেষ হবে। ৯টি ওয়ার্ডের ২০টি কমিউনিটিতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা (L-CAP) বাস্তবায়নের মাধ্যমে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে ইটের রাস্তা ও ড্রেন নির্মাণ, বৃষ্টির পানি সংরক্ষণ, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন নির্মাণসহ নগর কৃষি, হাঁস-মুরগি ও ছাগল পালন এবং যুব উন্নয়নের নানা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

এছাড়া ৫০ জন বেকার যুবককে হাউজকিপিং প্রশিক্ষণ, ১০০ জন ফটোগ্রাফারকে মৌলিক ইংরেজি ও পর্যটকদের সাথে আচরণ বিষয়ে প্রশিক্ষণ এবং ৫০০ যুবক-যুবতীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়েছে।

প্রকল্পের মূল লক্ষ্য ছিল স্থানীয় জ্ঞান ব্যবহার করে কুয়াকাটাকে একটি অভিযোজন সক্ষম ও অভিবাসনবান্ধব শহরে পরিণত করা। কর্মশালায় কুয়াকাটার ভবিষ্যৎ জলবায়ু অভিযোজন পরিকল্পনা ব্র্যাকের পক্ষ থেকে পৌরসভার কাছে হস্তান্তর করা হয়।



নিউজটি শেয়ার করুন








কুয়াকাটায় জলবায়ু অভিযোজন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেটের সময় : ০৭:৫৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ কুয়াকাটায় জলবায়ু অভিযোজন ও অভিবাসনবান্ধব শহর গড়ার লক্ষ্যে ব্র্যাকের উদ্যোগে এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) কুয়াকাটার খান প্যালেস হোটেলের অডিটোরিয়ামে ‘বিল্ডিং ক্লাইমেট রেসিলিয়েন্ট মাইগ্রেন্ট ফ্রেন্ডলি টাউন থ্রু লোকালি লেড এডাপটেশন ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

আয়োজিত এ কর্মশালায় কলাপাড়া উপজেলার সমবায় অফিসার মো. আব্বাস আলীর সভাপতিত্বে ও প্রকল্প ব্যবস্থাপক মো. কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক মো. ইয়াসীন সাদেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোতালেব শরীফ, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ, ব্র্যাক ও আইসিসিসিএডির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গবেষকরা।

প্রকল্প ব্যবস্থাপক মো. কামাল হোসেন জানান, ২০২৩ সালে শুরু হওয়া এ প্রকল্পটি ২০২৫ সালের ৩১ জুলাই শেষ হবে। ৯টি ওয়ার্ডের ২০টি কমিউনিটিতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা (L-CAP) বাস্তবায়নের মাধ্যমে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে ইটের রাস্তা ও ড্রেন নির্মাণ, বৃষ্টির পানি সংরক্ষণ, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন নির্মাণসহ নগর কৃষি, হাঁস-মুরগি ও ছাগল পালন এবং যুব উন্নয়নের নানা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

এছাড়া ৫০ জন বেকার যুবককে হাউজকিপিং প্রশিক্ষণ, ১০০ জন ফটোগ্রাফারকে মৌলিক ইংরেজি ও পর্যটকদের সাথে আচরণ বিষয়ে প্রশিক্ষণ এবং ৫০০ যুবক-যুবতীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়েছে।

প্রকল্পের মূল লক্ষ্য ছিল স্থানীয় জ্ঞান ব্যবহার করে কুয়াকাটাকে একটি অভিযোজন সক্ষম ও অভিবাসনবান্ধব শহরে পরিণত করা। কর্মশালায় কুয়াকাটার ভবিষ্যৎ জলবায়ু অভিযোজন পরিকল্পনা ব্র্যাকের পক্ষ থেকে পৌরসভার কাছে হস্তান্তর করা হয়।